Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হট প্যান্ট পরে নিজের বিছানা থেকে বোল্ড ছবি শেয়ার করলেন বাংলা সিরিয়ালের বাহামনি! দেখুন ভাইরাল ছবি

Updated :  Saturday, February 20, 2021 7:35 PM

কিছুদিন আগেই অভিনেত্রী রণিতা দাস (Ranita das) যোগ দিয়েছেন তৃণমূলে। রণিতা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। রণিতাও মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। এবার রণিতা ইন্সটাগ্রামে নিজের একটি হট ছবি শেয়ার করলেন। ছবিতে রণিতাকে দেখা যাচ্ছে, সাদা বিছানায় শুয়ে থাকতে। তাঁর পরনে মেরুন রঙের বেল্টেড সোয়েটশার্ট ও কালো রঙের হট প‍্যান্ট। রণিতা এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুন্দর মুহূর্তের মাধ্যমে আগামী দিনটি তৈরী হোক। রণিতার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’-র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন রণিতা। কিন্তু তাঁকে প্রবল সফলতা এনে দিয়েছিল ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালটি। সিরিয়ালের নায়িকা ‘বাহামণি’-র চরিত্রে রণিতার নিপুণ অভিনয় দর্শকদের কাছে সাড়া ফেলে দিয়েছিল। একসময় সিরিয়ালের নাম না বলে দর্শক বলতে শুরু করেছিলেন “বাহা দেখব”। ‘বাহামণি’-র চরিত্রে রণিতার সাঁওতালি উচ্চারণের ডায়লগ বিখ্যাত হয়েছিল। এমনকি সেই সময় ‘বাহা শাড়ি’ ও ‘বাহা গয়না’ দখল করেছিল বাজার। ‘ইষ্টিকুটুম’ শেষ হয়ে গেলেও এখনও অবধি রণিতা ‘বাহা’ নামেই পরিচিত দর্শকদের কাছে।

রণিতার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হলেন সৌপ্তিক (Souptik)। ‘ধন্যি মেয়ে’-র সেট থেকে শুরু হয়েছিল রণিতা ও সৌপ্তিকের প্রেমকাহিনী। ভালোবাসার এগারো বছর পেরিয়ে এখন রণিতা-সৌপ্তিক লিভ-ইনে থাকেন। আগামী বছরে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়ার ইচ্ছা আছে রণিতা ও সৌপ্তিকের। সৌপ্তিক ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে ‘লোকনাথ’-এর চরিত্রে অভিনয়ের সূত্রে যথেষ্ট পরিচিত মুখ। কিছুদিন আগে রণিতার সঙ্গে তিনিও যোগ দিয়েছেন সবুজ শিবিরে।