Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘খৈনি খাই না, সিগারেটের গন্ধটা ভালো লাগে’, প্রশ্নের ভুলভাল উত্তর দিয়ে ট্রোল হলেন রানু মণ্ডল, দেখুন ভিডিও

Updated :  Friday, December 3, 2021 4:20 AM

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি আবারও রানাঘাটের রানু মন্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। ‘কনফিউজড পিকচার’ নামে একটি ইউটিউব চ্যানেলের আরব ও অরিজিৎ রানাঘাটের রানু মন্ডলের বাড়িতে গিয়েছিলেন তার সাক্ষাৎকার নিতে। ভিডিওতে দেখা যাচ্ছে তারা একের পর এক রানু মন্ডলকে প্রশ্ন করে যাচ্ছেন আর রানু মন্ডল তার ভুলভাল উত্তর দিয়ে যাচ্ছেন।

এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটনাগরিকদের মধ্যে। ভাইরাল হওয়ার পর থেকেই রানু মন্ডল আবারও হাসির খোরাক হয়ে উঠেছেন সকলের কাছে। এই দুই ইউটিউবারের প্রশ্নের অদ্ভুত অদ্ভুত উত্তর দিয়ে গোটা নেটদুনিয়া জুড়ে আবারো হাস্যকৌতুকের পরিবেশ তৈরি করেছেন রানু মন্ডল।

প্রায়ই বিভিন্ন চ্যানেলের ইউটিউবাররা রানু মণ্ডলের রানাঘাটের বাড়িতে যান তার সাথে দেখা করতে এবং তাকে নিয়ে ভিডিও বানাতে। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এই দুই ইউটিউবার মজা করবেন বলেই ভিডিওটি বানিয়েছে। যার সূত্র ধরেই আবারো নেটদুনিয়ায় নাগরিকদের মধ্যে ট্রোল হয়েছেন রানু মন্ডল।