Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাণু মণ্ডলের বোনের খোঁজ পাওয়া গেল বাংলাদেশে! গান গাইতে গাইতে সেও ভাইরাল

Updated :  Sunday, November 8, 2020 5:46 PM

রাণু মণ্ডলের গান অনেক শুনেছেন, এবার আপনারা রাণুর বোনের সঙ্গেও পরিচয় করে নিতে পারেন। রাণু মণ্ডল রানাঘাট থাকলেও তাঁর বোন থাকেন বাংলাদেশে। ওপার বাংলা থেকে গান গেয়ে ভাইরাল তিনিও। আসল কথা হল বাংলাদেশের এক মহিলার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে রাণু মণ্ডলের বোনের নামে। আদপে তিনি তাঁর বোন নন। কিন্তু চেহারার অনেক মিল রয়েছে। শুধু চেহারা নয়, স্বভাবে ও গানের মধ্যেও খুব মিল। একটা সময় রাণু মণ্ডল দারিদ্রতাকে সঙ্গী করে রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন, এবারে এই মহিলা যিনি বাংলাদেশে থাকেন তিনিও একইভাবে গান গেয়ে দারিদ্রতা ঢাকেন। এই গাইয়ে মহিলার নাম মুমতাজ বেগম। তিনি রাণুর মতো ভালো গান করেন না ঠিকই কিন্তু চেস্টার ত্রুটি রাখেননি। চলুন আগে তাঁর গান শুনে নিই যেটি ভাইরাল হওয়ার পথে।
https://youtu.be/TGoVwempxBU

‘ও বন্ধু পাশে থাকিবে মরণে’ এই গানটি গাইছিলেন তিনি। ওপার বাংলার ঢাকা শহরে রাস্তায় বসে গান জুড়েছেন মুমতাজ বেগম। ঢাকা শহরে রাস্তায় বসে গান জুড়েছেন তিনি। গ্রামের লোকেরা তাঁর গান শোনার জন্য রাস্তাতেই জড়ো হয়ে গেছেন। তাঁদের মধ্যে কেউ এই মহিলার গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। এরপরেই এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে রাণু মণ্ডলের বোনের নামে। ভিডিও আপলোড হওয়া মাত্রই তা ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, কিছু মানুষ তাঁকে অর্থ সাহায্য করেছে। এখন নাকি অনেকেই ঢাকা শহরের ওই রাস্তায় মুমতাজের গান শুনতে আসেন। যদিও রাণুর মত মিষ্টি গোলা নয় মুমতাজের, তবুও পথের মুমতাজ পথেই শোভা বাড়াচ্ছেন।