Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rashmika Mandana : স্বল্প বেশে বোল্ড পর্দার শ্রীভাল্লী, তার এই পোশাকের দাম শুনে চোখ কপালে সাধারণের

Updated :  Saturday, September 24, 2022 10:16 AM

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তার একটি সাম্প্রতিক লুক প্রকাশ্যে এসেছে যেখানে তাকে স্বল্প বেশে বোল্ড লুকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে। তবে তার সেই পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। তার এই পোশাকে শিবান অ্যান্ড নরেশের নকশা করা রয়েছে, যা বেশ মূল্যবান। জানা গেছে, অভিনেত্রীর এই পোশাকের দাম ৬৪ হাজার ৯০০ টাকা। অবশ্য তারকা জগতের অভিনেতা-অভিনেত্রীদের জন্য এই পরিমাণ টাকা কিছুই নয়। নিজেদের মেন্টেন করার জন্য এগুলি তাদের করতেই হয়। তবে আপাতত তার এই পোশাকের দাম শুনে চমকে গিয়েছেন সাধারণেরা।

সম্প্রতি অভিনেত্রীর যে লুক ভাইরাল হয়েছে, সেখানে তাকে ব্রা কাটিং স্প্যাগেটি স্ট্রাপড্ ক্রপ টপ ও লাল জিন্সে দেখা দিয়েছেন। খোলা চুলে নুড মেকাপে ছিলেন রশ্মিকা। স্মোকি আইজে তার হাবে ভাবে বোল্ডনেসের ছাপ ছিল স্পষ্ট। সম্ভবত তার আসন্ন ছবি ‘গুডবাই’এর প্রমোশনের খাতিরেই কোন এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি, সেখানেই এই লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী। আগামী ৭’ই অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলবে।

এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা মিলবে রশ্মিকার। পাশাপাশি রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করবেন তিনি। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়ে গিয়েছে সেখানেও দেখা মিলতে চলেছে তার। আপাতত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।