Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজয় দেবারাকোন্ডাকে ছেড়ে এবার এই দক্ষিণী তারকাকে ডেট করছেন পর্দার ‘শ্রীভাল্লী’, মন ভাঙল ভক্তদের

Updated :  Thursday, April 6, 2023 9:02 PM

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি পর্দার শ্রীভাল্লী অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। গোটা বিশ্বের মঞ্চে অভিনেত্রী হিসেবে পরিচিত হয়েছিলেন তিনি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও ডেবিউ ঘটেছে তার।

কেরিয়ারের শুরু থেকেই অভিনেত্রীর নাম জড়িয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির হার্টথ্রব বিজয় দেবারাকোন্ডার। সেইসময়ে প্রায়ই একসাথে দেখা মিলতো তাদের। তবে শুরু থেকেই নিজেদের একে অপরের ভালো বন্ধু হিসেবে এই দাবি করে এসেছেন তারা। অবশ্য তার একাধিক প্রমাণ রয়েছে মিডিয়ার পাতাতেই। তবে সূত্রের খবর, ব্রেকাপ হয়েছে তাদের। পাশাপাশি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির এই ব্যস্ত তরুণ অভিনেত্রী ডেট করছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিরই অন্যতম জনপ্রিয় অভিনেতা বেলামকোন্ডা সাই শ্রীনিবাসকে।

বর্তমানে প্রায়ই একসাথে দেখা মেলে রশ্মিকা ও বেলামকোন্ডার। বিমানবন্দরের পাশাপাশি একাধিক জায়গায় একসাথে দেখা মিলেছে তাদের। অবশ্য সেই ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। শোনা যাচ্ছে, বেশ কিছু সময় ধরেই একে অপরের সাথে সময় কাটাচ্ছেন তারা। তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অসন্তুষ্ট রশ্মিকা-দেবারাকোন্ডার ভক্তরা। তাদের মন রীতিমতো ভেঙে গিয়েছে এই খবর শুনে। তবে এই প্রসঙ্গে মিডিয়ার সামনে এখনো পর্যন্ত মুখ খোলেননি কোনো তারকাই। বলাই বাহুল্য, অভিনেত্রী এই মুহূর্তে নিজের আসন্ন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ব্যস্ত রয়েছেন দেবারাকোন্ডার পাশাপাশি বালামকোন্ডাও।