Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবশেষে জানা গেল অভিনেত্রী রশ্মিকা মান্দানার হাতে তৈরি ট্যাটুর রহস্য

Updated :  Tuesday, April 5, 2022 2:01 PM

‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছিল। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দেখার মতো। দক্ষিণী সুপারস্টার থেকে রশ্মিকা মান্দানা হয়ে উঠেছেন ভারতীয় অভিনেত্রী। পুষ্পার সাফল্যের পর রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রশ্মিকা।

রশ্মিকা বর্তমানে চেনেন না, এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। জানিয়ে রাখা ভাল, কর্ণাটকের অভিনেত্রী তথা সাউথ ইন্ডিয়ান সিনেমার মোস্ট কিউট অভিনেত্রী তিনি। সাউথ ইন্ডিয়ান সিনেমায় রশ্মিকা তাঁর কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য এমনিতেই বেশ জনপ্রিয় ছিলেন। এমনকি গোটা দেশের যুবকদের কাছে এই অভিনেত্রী ক্রাশ। তাঁর হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি, মারকাটারি ফিগার রাতের ঘুম কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ যুবকের। তাই তো অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

ইন্টারনেট দুনিয়াতে বর্তমানে প্রায় সবসময় লাইম লাইটে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তিনি ছবি পোস্ট করুক কি লাইভে আসুক, সবেতেই চোখের পলকে পৌঁছে যায় লক্ষ লক্ষ ফ্যান। কিছুদিন ধরেই অভিনেত্রীর হাতে আঁকা একটি ট্যাটু নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনা চলছিল। তারপর রশ্মিকা একদিন ইনস্টাগ্রাম লাইভে এলে, ফ্যানেরা ওই ট্যাটু সম্বন্ধে জিজ্ঞাসা করে নেয়। ওই লাইভেই নিজের ট্যাটু সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে তার হাতে আঁকা ট্যাটুর অর্থ “ইরিপ্লেসেবেল” বা “অপরিবর্তনীয়”। তিনি আরও বিস্তারিতভাবে বলেছেন আপনি আমি এবং সকলেই অপরিবর্তনীয়। সকলেই ইউনিক। আপনার জীবনের কেউ আপনাকে রিপ্লেস করে অন্যজনকে আনতে পারবেন না। এই লাইভের ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বরুণ ধাওয়ান এবং রশ্মিকা মান্দানার একটি নতুন মিউজিক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে।