ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration Card Cancelled: বাতিল হচ্ছে লাখ লাখ রেশন কার্ড, আপনার কার্ড নেই তো তালিকায়? এইভাবে চেক করুন

ভারত সরকারের তরফ থেকে এই সম্পর্কে একটা বিরাট বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

Advertisement

স্বাধীনতার পর থেকে ভারতে একাধিকবার দুর্ভিক্ষ হয়েছে। আর তারপর থেকে দেশে খাদ্যাভাব দূর করার জন্য যুগান্তকারী রেশন ব্যবস্থা চালু করেছে ভারত সরকার। এখন মোটামুটি ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে রেশন রয়েছে এবং প্রতিটি মানুষ এখন প্রতিমাসে প্রচুর পরিমাণে রেশন পেতে পারেন ভারত সরকারের তরফ থেকে। নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাওয়ার ক্ষেত্রে এখন ভারতের গরিবদের কোন অসুবিধা নেই। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী সবার সাথে ঠিকঠাকভাবে বন্টন করে দেওয়া যায়। কোন গ্রাহক কত পরিমান খাদ্যশস্য পাবেন তা ঠিক হয়ে যায় তার রেশন কার্ডের ধরনের উপর।

তবে রেশন নিয়ে কিন্তু দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। তাই এবারে রেশন দুর্নীতিকে রোধ করার জন্য একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করল ভারত সরকার। অনেকেই যারা মারা যাচ্ছেন তাদের রেশন কার্ড ব্যবহার করেও অনেকে রেশন তুলে যান। এবারে ভারতে এই ধরনের দুর্নীতি রুখতে একটা বড় পদক্ষে গ্রহণ করল ভারত সরকার। একটি বিষয়ে সমীক্ষা চালানো হয়েছে সারা ভারতে যেখানে দেখা গিয়েছে ইতিমধ্যে সারা রাজ্যে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। এবারে এই সমস্ত রেশন কার্ড চিহ্নিত করে সেগুলিকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার।

কোন কোন ক্ষেত্রে বাতিল হবে আপনার রেশন কার্ড?

ভারতের স্থায়ী বাসিন্দা না হলে আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। আপনার পরিবারের বার্ষিক রোজগার দু লক্ষ টাকার বেশি হলে আপনার পরিবারের bpl রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এছাড়াও যদি পরিবারের কারো নামে দুই একরের বেশি জমি থাকে তাহলেও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে।

কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা?

এর জন্য আপনাকে প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। এরপরে যে পেজটি খুলবে সেখানে আপনাকে রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে। সেখানে চেক দা স্টেটাস অফ ইয়োর রেশন কার্ড, এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে রেশন কার্ড নম্বর লিখতে হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ক্যাপচা কোড বসাতে হবে। যদি স্ট্যাটাস একটিভ থাকে তাহলে আপনার রেশন কার্ড ঠিক আছে। না হলে আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে।

Related Articles

Back to top button