দেশনিউজ

Ration Card : বন্ধ হতে চলেছে এই সমস্ত মানুষদের রেশন কার্ড, দেরি না করে অবিলম্বে এই কাজটি সেরে ফেলুন

আপনি যদি রেশন গ্রহণ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর

Advertisement

রেশন কার্ডের মাধ্যমে যারা প্রতি মাসে রেশন তোলেন তাদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবারে গ্রাহকদের তাদের রেশন কার্ড চালিয়ে যেতে করতে হবে ই-কেওয়াইসি। এখন অব্দি যারা ব্লক এলাকার বাসিন্দা রয়েছেন এবং যারা রেশন কার্ড প্রতিমাসে ব্যবহার করেন এবং রেশন কার্ডে এখনো কেওয়াইসি করেননি তাদের কিন্তু এবারে কেওয়াইসি করে ফেলতে হবে। প্রায় আট বছর পরে সরকার এই নতুন নিয়ম জারি করেছে। রেশন কার্ড ধারীদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য এই কেওয়াইসি নিয়ম চালু করা হয়েছে। সরকার এই বিষয়ে একটা কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে।

যদি আপনারা রেশন কার্ড এর কেওয়াইসি না করেন তবে রেশন কার্ড কিন্তু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে ভোক্তাদের রেশন পেতে অনেকটা সমস্যা হয়ে যাবে। জানানো হয়েছিল অনেক এমন লোক আছেন যারা এখনো পর্যন্ত তাদের আধার কার্ড এবং কেওয়াইসি আপডেট করেননি। তাদের জন্য ই কেওয়াইসি করা হচ্ছে না। এখনো পর্যন্ত এই কাজের কোন শেষ তারিখ জানানো হয়নি তবে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনাকে করে ফেলতে হবে।

ব্লক সাপ্লাই অফিসার মনোজিৎ মহেশ্বরী জানিয়েছেন, যে যে সমস্ত রেশন কার্ড ব্যবহারকারী এখনো পর্যন্ত কেওয়াইসি করতে পারেননি তাদেরকে শীঘ্রই তাদের কেওয়াইসি করে ফেলতে হবে। যদি তারা এটা না করেন তাহলে কিন্তু তাদের কেওয়াইসি না করার কারণে রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। রেশন ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আসার জন্য ভারত সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম কানুন চালু করা হয়েছে। বিহারে আপাতত এই নিয়ম চালু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এই নতুন নিয়ম চালু করা হবে। যারা কেওয়াইসি এখনো করেননি তাদেরকে এই কাজ করে ফেলতে হবে নতুবা কিন্তু তাদের কার্ড বন্ধ করে দেওয়া হবে এবং তারা কিন্তু আর রেশন তুলতে পারবেন না।

Related Articles

Back to top button