দেশনিউজ

বড় আপডেট রেশন কার্ডধারীদের জন্য, নতুন নিয়ম না মানলে বাতিল হবে রেশন কার্ড – RATION CARD

অযোগ্যদের রেশন কার্ড বাতিল করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে সরকার

Advertisement

আপনারও যদি রেশন কার্ড থাকে এবং আপনি সরকার কর্তৃক পরিচালিত সস্তা রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে অবশ্যই এই খবরটি পড়ুন। করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। অবশ্য এই প্রসঙ্গে বিভাগে একটি অভিযোগ পাওয়া গেছে যে এমন অনেক লোক রয়েছে যারা রেশনের যোগ্য নন এবং বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন। যার কারণে হতদরিদ্র পরিবার বিনামূল্যের রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টি মাথায় রেখে খাদ্য ও সরবরাহ দফতর রেশন কার্ডের নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। আপনি যদি রেশন কার্ডের যোগ্য না হন, তাহলে আপনার কার্ড বাতিল হয়ে যাবে।

রেশন ব্যাবস্থায় স্বচ্ছতা আনার জন্য এবং আসল গরিবরা যাতে বিনামূল্যে রেশন পান, সেটি সুনিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। জানা গেছে যে এবার অযোগ্যদের খুব শীঘ্রই রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকার কর্তৃক জারি করা নিয়মের ভিত্তিতে রেশন কার্ড কেউ পাবেন কি না পাবেন, তা নির্ধারিত হবে। রেশন কার্ড যোগ্য হতে গেলে নিম্নলিখিত জিনিসগুলি আপনার থাকা চলবে না।

১) আপনার যদি চার চাকার গাড়ি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নন।

২) আপনি যদি প্লট, ফ্ল্যাট বা বাড়ির মালিক হন তাহলে আপনি যোগ্য নন।

৩) এমনকি বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি হলেও আপনাকে অযোগ্য ঘোষণা করা হবে।

৪) একই সঙ্গে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে তাকে রেশন দেওয়া হবে না।

Related Articles

Back to top button