নিউজদেশ

Ration Card Rule: গাড়ি কিনলেই বাতিল হবে আপনার রেশন কার্ড, জানুন সরকারের নিয়ম

রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হবে এবার

Advertisement

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেইসব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তাঁর মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। ৩১ ডিসেম্বরের মধ্যে অযোগ্যদের রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা ছিল। যারা এখনও এই কাজ করেননি তাদের বড় সমস্যা আসতে চলেছে।

গাড়ি থাকলে বাতিল হবে রেশন কার্ড

রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে ১২ শতাংশ সুদে আদায় করা হবে বলেও জানা যাচ্ছে। আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এর সাথে, আপনার বয়স ১৮ বছরের বেশি হওয়া উচিত। আপনার পরিবারে কেউ যেন সরকারি চাকরি না করে। আপনার বাড়িতে একটি চার চাকার গাড়ি থাকা উচিত নয়। আপনার পরিবারের কোনো সদস্যের বেতন ৫ লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। এই শর্ত আপনি মানলে তারপর আপনি আইনত রেশন কার্ড রাখার যোগ্য হবেন।

রেশন কার্ড পাওয়ার আরও শর্ত

নিয়ম অনুযায়ী কারও যদি ১০০ বর্গমিটারের বেশি জমি থাকে বা যার মধ্যে একটি প্লট, ফ্ল্যাট বা বাড়ি থাকে, তাহলে সেই মানুষেদের জন্য রেশন কার্ড তৈরি হয় না। আবার সেই ব্যক্তিরাও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, যাদের কাছে এসি, ফ্রিজ আছে। কারও বাড়িতে সরকারি চাকরি থাকলে তাদের রেশন কার্ডও তৈরি হয় না। তার মানে আপনি যদি রেশন কিনতে চান তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন না। এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।

Related Articles

Back to top button