Raveena Tandon: রাভিনা ট্যান্ডন ৪৮ বছর বয়সে দুর্দান্ত ফটোশুট করেছিলেন, দেখুন নায়িকার সুন্দর ছবি

রবীনা ট্যান্ডন ৯০'এর দশকের বলিউডের অন্যতম প্রথম সারির বোল্ড অভিনেত্রী। তিনি আজকের যুগে দাঁড়িয়েও প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। আজও তিনি টেক্কা দিতে পারেন বর্তমানের বলি ডিভাদের। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার…

Avatar

রবীনা ট্যান্ডন ৯০’এর দশকের বলিউডের অন্যতম প্রথম সারির বোল্ড অভিনেত্রী। তিনি আজকের যুগে দাঁড়িয়েও প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। আজও তিনি টেক্কা দিতে পারেন বর্তমানের বলি ডিভাদের। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার আনাগোনা নেহাতই কম নয়। সম্প্রতি এই ৪৮ বছর বয়সেও অভিনেত্রী নিজের রূপের জাদুতে মাটিয়ে রেখেছেন তার ভক্তদের। পাশাপাশি নজরও কেড়েছেন গোটা নেটমহলের। আর সেই সূত্রেই এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।

বলাই বাহুল্য, ৫০ ছুঁইছুঁই এই অভিনেত্রী এখনো রীতিমতো বলে বলে টেক্কা দিতে পারেন বর্তমানের বিটাউনের বলি ডিভাদের। সম্প্রতি নিজের বেশ কিছু ছবি সবুজের মাঝে থেকেই শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর যে ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই নজর কেড়েছে অভিনেত্রীর অগণিত ভক্তদের, সেকথা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখে না। সকলের জন্য রইল অভিনেত্রীর সেই ছবির ঝলকই, দেখে নিন।

সম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে রবীনা ট্যান্ডনকে একেবারেই ৪৮ বছর বয়সী মনে হচ্ছিল না। বলই বাহুল্য, তিনি রীতিমতো নিজের বয়স ধরে রেখেছেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে সাদার উপর হলুদ প্রিন্টের একটি অফ-শোল্ডার ড্রেসে দেখা গিয়েছে। এই পোশাকে হালকা মেকাপের পাশাপাশি কানে মানানসই দুল ও হাতে ব্রেসলেট পরেছিলেন অভিনেত্রী। পায়ে ছিল মানানসই স্যান্ডেলও। সবুজের মাঝে আনমোনা হয়েই ক্যামেরার সামনে বেশ কিছু পোজ দিতে দেখা গিয়েছে রবীনা ট্যান্ডনকে। আপাতত নিজের এই ইনস্টা লুকের জন্যই নিজের ভক্তদের মন কেড়েছেন রবীনা।