Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Raveena Tandon: ৪৯ বছর বয়সেও গ্ল্যামারাস স্টাইলে পোজ রবীনা ট্যান্ডনের, ফ্যানরা বলছেন, ‘ওল্ড ইজ গোল্ড!‘

Updated :  Monday, July 29, 2024 6:21 PM

বয়স প্রায় ৪৯ এর গণ্ডি স্পর্শ করেছে। কিন্তু এই বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখে সকলকে অবাক করে দিয়েছেন এক বলিউড অভিনেত্রী। আশা করি, সবাই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। আসলে বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন এখনও অব্দি আগের মতোই সৌন্দর্য বজায় রেখে চলেছেন। তাঁর এখনকার ছবি দেখে এটা বলা খুব মুশকিল যে তার বয়সের কাঁটা ৫০ এর দিকে ঝুঁকেছে। এছাড়াও আপনি এটা শুনলে আরও অবাক হবেন যে, ৪ সন্তানের মা হওয়া সত্বেও রবীনা ট্যান্ডন এখনও এত সুন্দরী। তাঁর সৌন্দর্যের সামনে ক্লিন বোল্ড হয়ে যান অনেক আধুনিক বলিউড অভিনেত্রীও।

বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের পরিচয়

মাত্র ২১ বছর বয়সে ২ সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী। আসলে ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পরে ২০০৪ সালে বিয়ে করেন তিনি। তারপর তাঁর আরও ২ সন্তান হয়। অভিনেত্রীর চার সন্তান। তবে নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সমান। অভিনেত্রী ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন। এই অভিনেত্রী এখন খুব একটা লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে না থাকলেও, তাঁর জনপ্রিয়তা একফোঁটা কমেনি। এখনও তিনি কোনো ইভেন্টে গেলে পাপ্পারাজিরা তাঁকে ছেঁকে ধরেন। সম্প্রতি একটি ইভেন্টে তিনি উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তাঁর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।

রবীনা ট্যান্ডনের ভাইরাল ভিডিও

ভাইরাল এই ভিডিওতে দেখা গেছে একটি ইভেন্টে পৌঁছে পাপ্পারাজিদের সামনে পোজ দিয়ে ফটোশুট করছেন এই অভিনেত্রী। তাঁকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে তাঁর বয়স প্রায় ৪৯ বছর। এই বয়সেও ফিট ফিগার নিয়ে নিজের গ্ল্যামার লুক ফ্লান্ট করেছেন রবীনা ট্যান্ডন। তিনি একটি কালো রংয়ের ডিজাইনার ওয়ানপিস ড্রেস পরেছিলেন, যাতে তাঁকে খুবই সুন্দরী লাগছিল। এই ভিডিও ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হচ্ছে। কেউ লিখেছেন, ‘সো বিউটিফুল‘। আবার কেউ বলেছেন, ‘ওল্ড ইজ গোল্ড‘। অনেকে আবার কমেন্ট সেকশনে ‘লাভ‘ ইমোজী দিয়েছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।