Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাবীনা ট্যান্ডনের মেয়ের সামনে ব্যর্থ বলিউড অভিনেত্রীরাও, সৌন্দর্যের ক্ষেত্রে টেক্কা দেন নিজের মাকে

Updated :  Monday, March 7, 2022 8:52 AM

বয়স প্রায় ৪৬ এর গণ্ডি স্পর্শ করেছে। কিন্তু এই বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখে সকলকে অবাক করে দিয়েছেন এক বলিউড অভিনেত্রী। আশা করি, সবাই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। আসলে বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন এখনও অব্দি আগের মতোই সৌন্দর্য বজায় রেখে চলেছেন। তাঁর এখনকার ছবি দেখে এটা বলা খুব মুশকিল যে তার বয়সের কাঁটা ৫০ এর দিকে ঝুঁকেছে। এছাড়াও আপনি এটা শুনলে আরও অবাক হবেন যে, ৪ সন্তানের মা হওয়া সত্বেও রবীনা ট্যান্ডন এখনও এত সুন্দরী। তবে এরমাঝে রয়েছে সামান্য টুইস্ট।

রাবীনা ট্যান্ডনের মেয়ের সামনে ব্যর্থ বলিউড অভিনেত্রীরাও, সৌন্দর্যের ক্ষেত্রে টেক্কা দেন নিজের মাকে

মাত্র ২১ বছর বয়সে ২ সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী। আসলে ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পরে ২০০৪ সালে বিয়ে করেন তিনি। তারপর তাঁর আরও ২ সন্তান হয়। অভিনেত্রীর চার সন্তান। তবে নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সমান। অভিনেত্রী ২০০৪ সালে এএ ফিল্ম ডিস্ট্রিবিউটর কোম্পানির মালিক অনিল থাডানিকে বিয়ে করেন। অনিলের সাথে রবিনার দুই সন্তানের জন্ম হয়। এক ছেলে ও এক মেয়ে। তাঁদের কনিষ্ঠতম মেয়ের নাম রাশা থাডানি।

তাঁর সবচেয়ে ছোট কন্যা রাশা মায়ের মতই অপরূপ সুন্দরী। মাত্র ১৬ বছর বয়সে ওই ছোট কন্যার সৌন্দর্য্য বোল্ড আউট করতে পারে অনেককেই। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল বেশ আলোচনায় এসেছেন রবিনার মেয়ে। এমনকি অনেকেই তাঁকে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের সাথে তুলনা করে থাকেন। আর আপনিও তাঁর ছবি দেখলে মেনে নেবেন সেইসব মন্তব্যের কোনো অযৌক্তিকতা নেই।

রাবীনা ট্যান্ডনের মেয়ের সামনে ব্যর্থ বলিউড অভিনেত্রীরাও, সৌন্দর্যের ক্ষেত্রে টেক্কা দেন নিজের মাকে

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন রাশা। মাঝে মাঝে তিনি হট অবতারে বিভিন্ন ফটোশুট করে বা রিল ভিডিও বানিয়ে পোস্ট করে নেটজনতার নজরে আসেন। অনেকেই তাঁর অপরূপ সৌন্দর্য এর ডাই হার্ড ফ্যান। এই জন্য সোশ্যাল মিডিয়া সাইটে রাশার ফ্যান ফলোয়ার এর সংখ্যা কম নয়। তবে রবিনার মেয়ে অভিনয় জগতের প্রতি একদমই আগ্রহী নয়। বরং তাঁর প্যাসান মিউজিক। সে গান-বাজনা জগতের সাথে থেকেই জীবন কাটাতে চান।