Ravindra Jadeja Retirement: বিরাট রোহিতের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা

বিরাট কোহলি ও রোহিত শর্মার পর ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। শনিবার বার্বাডোজে দক্ষিণ…

Avatar

বিরাট কোহলি ও রোহিত শর্মার পর ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ দখল করে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো

সোশ্যাল মিডিয়ায় জাদেজা লিখেছেন, ‘আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বিদায় জানাচ্ছি। আমি সব সময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফর্ম্যাটেও তা চালিয়ে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো, টি-টোয়েন্টি ক্যারিয়ারের চূড়া। স্মৃতিচারণ, উদ্দীপনা এবং অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’

আট ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৩৫

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে রবীন্দ্র জাদেজা বিশেষ কিছু করতে পারেননি। বল ও ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। চলতি আসরে মোট আট ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৩৫। অন্যদিকে উইকেট পেয়েছেন মাত্র একটি।

২০০৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার

২০০৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার। এই ফরম্যাটে তিনি মোট ৭৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করার পাশাপাশি ৫৪ উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এশিয়া কাপে খেলেছেন ছয়টি ম্যাচ।