Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খাতায়-কলমে এই প্রথম আর্থিক মন্দার কবলে ঢুকে পড়ল ভারত

নয়াদিল্লি: অর্থনীতির ইতিহাসে এই প্রথমবার আর্থিক মন্দার কবলে পড়ল ভারত। ২০২১-এর প্রথমার্ধে ভারতের আর্থিক মন্দার পড়ার কথা স্বীকার করে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। য়ে অর্থনীতিবিদরা এই পরিসংখ্যান তুলে ধরেছে,…

Avatar

নয়াদিল্লি: অর্থনীতির ইতিহাসে এই প্রথমবার আর্থিক মন্দার কবলে পড়ল ভারত। ২০২১-এর প্রথমার্ধে ভারতের আর্থিক মন্দার পড়ার কথা স্বীকার করে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। য়ে অর্থনীতিবিদরা এই পরিসংখ্যান তুলে ধরেছে, তাঁদের মধ্যে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি প্রণয়নের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রও৷

অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে৷ অগাস্ট মাসে কেন্দ্রীয় সরকারই জানিয়েছিল, এপ্রিল- জুন মাসে দেশের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছিল৷ এবার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে জিডিপি ৮.৬ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা পরিস্থিতি দীর্ঘ লকডাউন এসবের কারণে ভারতের আর্থিক বাজার মন্দা মুখে পড়েছে বলে আরবিআই থেকে বলা হয়েছে। অর্থনীতিবিদদের ওই দলটির মতে, ‘২০২০-২১ অর্থবর্ষের প্রথম ভাগে ইতিহাসে প্রথমবার ভারত খাতায় কলমে আর্থিক মন্দার কবলে ঢুকে পড়েছে৷’ আগামী ২৭ নভেম্বর অর্থনৈতিক পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধী শিবির মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়বে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

About Author