ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে?

Advertisement

ফের একবার বড় সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম না মানায় অন্য ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

রীতিমতো দেশের বহু ব্যাঙ্কের ওপর আরবিআই-এর শাস্তির খাড়া নেমে এসেছে। জানা গিয়েছে এবার উত্তরপ্রদেশের সমবায় ব্যাঙ্ক ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করল আরবিআই। ব্যাংকের পর্যাপ্ত মূলধন না থাকায় এবং আয়ের সম্ভাবনা কম থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে। আর এই বিবৃতি অনুযায়ী, লাইসেন্স বাতিলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ব্যাঙ্ক ব্যবসা করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্রত্যেক আমানতকারী ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (ডিআইসিজিসি) কাছ থেকে বিমা দাবির আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত গ্রহণ করতে পারবেন।

এখন প্রশ্ন উঠছে, মানুষের জমানো টাকার কী হবে? ডুবে গেল সব টাকা তাহলে? যে ব্যাংকগুলিতে জমা হওয়া প্রতিটি অ্যাকাউন্টধারীর ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত ডিআইসিজিসি দ্বারা বীমা করা হয়। ডিআইসিজিসি-র বিমা প্রকল্পটি বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় অঞ্চল ব্যাংক, আঞ্চলিক ও সমবায় ব্যাংক সহ সমস্ত ব্যাংকের আমানতকে অন্তর্ভুক্ত করে।

চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত পাঁচটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। গত জুলাই মাসে এই পাঁচ ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়।

গত ১১ জুলাই মহারাষ্ট্রের টুমকুরের শ্রী সারদা মহিলা সহকারী ব্যাঙ্ক এবং সাতারার হরিহরেশ্বর ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রিজার্ভ ব্যাঙ্ক। অন্যদিকে, বুলধানার মালকাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং বেঙ্গালুরুর সুশ্রুতি সৌহার্দ্য সহকারী ব্যাঙ্ক নিয়মিতীর ব্যাঙ্কিং লাইসেন্স ৫ জুলাই থেকে বাতিল করা হয়েছে।

Related Articles

Back to top button