টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা
ইয়েস ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইয়েস ব্যাংক থেকে এই মুহুর্তে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যাবে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
তবে চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে এবং কোনওরকম জরুরি অবস্থা এই নিয়মের বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। ৩০ দিনের জন্য বোর্ড হস্তান্তরিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন : এই সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ১ লা এপ্রিল থেকে বড়সড় বদল
ইয়েস ব্যাংকের অংশীদারী কেনার জন্য স্টেট ব্যাংকের নেতৃত্বে তৈরি করা কনসোর্টিয়ামের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইয়েস ব্যাংকে যে বড়সড় কোনো আর্থিক সমস্যা আছে সে কথাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।