Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

RBI monetary policy 2023: বহুদিন পর সুখবর দিল আরবিআই, উচ্ছসিত প্রত্যেকটি ব্যাংকের গ্রাহক

Updated :  Friday, April 7, 2023 11:07 AM

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কিছুদিন ধরে লাগাতার সুদের হার বৃদ্ধি করে জনগণকে স্বস্তি দিয়েছিল। চলতি বছরের প্রথম দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেটে কোন পরিবর্তন করা হয়নি আর বি আই এর তরফ থেকে। এখনো পর্যন্ত এই রেপো রেট ৬.৫ শতাংশ রাখা হয়েছে। এই মুদ্রানীতি পর্যালোচনা করার সময় আরবিআই জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকের ব্যর্থতার কারণে আর্থিক সংকট একটি সমস্যা হিসেবে রয়ে গিয়েছে। সংবাদপত্রের ব্যাপক জল্পনা কল্পনার বিপরীতে দাঁড়িয়ে বৃহস্পতিবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত রেপোরেট ৬.৫ শতাংশ রেখেছে অর্থাৎ কোন রকম পরিবর্তন করা হয়নি। এর ফলে যারা ঋণ গ্রহণ করেছেন তাদের জন্য সুখবর।

আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশ অপরিবর্তিত রেখেছে, কিন্তু তারা আরো জানিয়েছে যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত পদ্ধতিতে কাজ করার জন্য তারা প্রস্তুত থাকবে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের শেষে এই বিশেষ ঘোষণা করেছেন। নতুন বছরের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম পর্যালোচনা শুরু করতে আরবিআই-এর মুদ্রা নীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল এবং ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এই সভা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির ছয়টি দ্বিমাসিক পর্যালোচনায় একটি বছরকে ভাগ করা হয়। অতিরিক্ত এই চক্রের বাইরে জরুরী পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত সেশন রাখে তাদের নীতি পর্যালোচনা করার জন্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর বি আই এর মুদ্রা নীতি কমিটি সাম্প্রতিকতম বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। মে ২০২২ সাল থেকে আর বি আই রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। সেই পরিস্থিতিতে, এখন রেপো রেট রয়েছে চার বছরের সর্বোচ্চ পর্যায়ে। তাই জনগণের উপরে এখনই আর নতুন করে বোঝা বৃদ্ধি করতে চাইছেনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।