আগামী ২২ জানুয়ারি আযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে উৎসাহের বন্যা বইছে। বলা যেতে পারে রামনামে বিভোর গোটা দেশ। তবে, এই উৎসাহের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তিরা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এমনই একটি বিষয় নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে, একটি ৫০০ টাকার নোট যার ওপর মহাত্মা গান্ধীর পরিবর্তে রামায়ণের নায়ক শ্রীরামের ছবি রয়েছে। ছবিতে দাবি করা হচ্ছে যে, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার আগে সরকার ৫০০ টাকার নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে শ্রীরামের ছবি লাগিয়েছে। এই ছবিটি দেখে অনেকেই বিশ্বাস করে ফেলেছেন যে, সরকার আসলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
ফ্যাক্ট চেক করার জন্য আমরা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পর্যালোচনা করে জানা গেছে যে, RBI বা সরকারের পক্ষ থেকে ৫০০ টাকার নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে শ্রীরামের ছবি লাগানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। RBI-এর ওয়েবসাইটে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটটির ছবি দেওয়া আছে। এই ছবিতে মহাত্মা গান্ধীর ছবিই রয়েছে। তাই, ৫০০ টাকার নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে শ্রীরামের ছবি লাগানোর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই দাবিটিকে গুজব বলেই মনে করা হচ্ছে। সম্ভবত, কিছু অসাধু ব্যক্তিরা এই গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।