ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই ব্যাংকের ব্যবসা বন্ধ করে দিল RBI, গ্রাহকরা পাবেন মাত্র ৫ লাখ টাকা

RBI একটি নতুন নির্দেশিকা জারি করে কিছু ব্যাংকের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

Advertisement

রিজার্ভ ব্যাংক হলো ভারতের সমস্ত ব্যাংকের সবথেকে বড় নিয়ামক ব্যাংক। এই ব্যাংকের নিয়ম অনুযায়ী ভারতের সমস্ত ব্যাংক কাজ করে। এই ব্যাংক সময়ে সময়ে ভারতের মানুষের স্বার্থে একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। এর এবারে এই ব্যাংকটি ভারতের সাধারণ মানুষের জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সমস্যায় পড়েছে একটি বিশেষ প্রাইভেট সেক্টর ব্যাংক। এই ব্যাংকের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। RBI এর লেটেস্ট গাইডলাইনসের নিরিখে এবারে ভারতে একটি ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে গেছে। এই ব্যাংকটি এবার থেকে আর কাউকে ঋণ দিতে পারবে না। ফলে, এবার থেকে এই ব্যাংকে যারা একাউন্ট করেছিলেন, তারা সমস্যায় পড়বেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) মুম্বাইয়ের ‘দ্য কাপোল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’-এর লাইসেন্স বাতিল করেছে।

ব্যাংকের মূলধন নেই

কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে যে ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন নেই এবং উপার্জনের কোনও সম্ভাবনা নেই, যার কারণে আরবিআই এই সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক থেকে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন না

রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতিতে বলেছে যে লাইসেন্স বাতিল করার সাথে সাথেই এই সমবায় ব্যাঙ্ককে ব্যাঙ্কিং ব্যবসা থেকে অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে, এর মধ্যে আমানত গ্রহণ এবং আমানত ফেরত দেওয়াও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে, এবার থেকে এই ব্যাংকের গ্রাহকরা নিজেদের টাকা ফেরত নিতে পারবেন না ব্যাংক থেকে। এর ব্যাংকে টাকা জমা তো আগে থেকেই বাতিল।

ব্যাংক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে

বিবৃতিতে বলা হয়েছে, সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সমবায় সমিতির কেন্দ্রীয় নিবন্ধককে ব্যাংকটি বন্ধ করে ব্যাংকের জন্য লিকুইডেটর নিয়োগের আদেশ জারি করার অনুরোধ করা হয়েছে।

গ্রাহকরা পাবেন ৫ লাখ টাকা

রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে, প্রত্যেক আমানতকারী ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা দাবি করতে পারেন। এইভাবে, ব্যাংকের আমানতকারীদের প্রায় ৯৬.০৯ শতাংশ ডিআইসিজিসি থেকে তাদের সম্পূর্ণ আমানতের পরিমাণ পাওয়ার অধিকারী হবেন। তবে, অনেকে তাদের পুরো টাকা পাবেন না। তবে, সেটা পুরোপুরি সরকারের হাতে নেই।

কলর মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আহমেদাবাদ-ভিত্তিক কলর মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্কের অবনতিশীল আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে, যেখানে একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কাজ করবে। যেহেতু এই ব্যাংকের ব্যবসাও বন্ধ হয়ে যাচ্ছে, তাই এই ব্যাংক আর ঋণ দিতে পারবে না। পাশাপশি অন্যান্য কাজও বন্ধ হয়ে যাবে ব্যাংকের।

Related Articles

Back to top button