Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় সিদ্ধান্ত নিল RBI! এই ব্যাঙ্কের লেনদেন হল বন্ধ, এরপর কি করবেন গ্রাহকরা?

Updated :  Wednesday, January 25, 2023 5:16 PM

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাঙ্কে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাঙ্কের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আসলে আরবিআই মাঝে মাঝেই বিভিন্ন নির্দেশিকা জারি করে যা মেনে চলতে হয় দেশের সমস্ত ব্যাঙ্ককে। এখনও পর্যন্ত একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। সেই ধারা বজায় রেখেই নতুন বছরের প্রথম মাসেই এই কেন্দ্রীয় ব্যাংক, আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবিলম্বে লিবারলাইজড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে SBM ব্যাঙ্ক (ইন্ডিয়া) লিমিটেডকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ গোটা দেশে এই ব্যাঙ্কের ১১ টি শাখা রয়েছে।

SBM ব্যাঙ্ক RBI থেকে লাইসেন্স পাওয়ার পর ১ লা ডিসেম্বর ২০১৮ থেকে ব্যাঙ্কিং সুবিধা শুরু করে। কিন্তু নিয়ম না মানার জন্য ২০১৯ সালেই এই ব্যাঙ্কের ওপর ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 এর ধারা 35A এবং 36 (1) (a) এর অধীনে জারি করা প্রেস রিলিজ করে RBI SBM ব্যাঙ্ককে LRS লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে, যা ব্যাঙ্ককে অনুসরণ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, SBM ব্যাঙ্ক হল মরিশাস-ভিত্তিক SBM হোল্ডিং-এর একটি সহায়ক সংস্থা৷ SBM গ্রুপ হল একটি আর্থিক পরিষেবা গোষ্ঠী যা আমানত, ঋণ, ব্যবসার জন্য অর্থ এবং কার্ডসহ অন্যান্য পরিষেবা প্রদান করে।