Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টানটান উত্তেজনায় উষ্ণ উরুর আবেদন চাহালের হবু স্ত্রী, ভাইরাল নাচের ভিডিও

Updated :  Tuesday, October 27, 2020 12:13 PM

আরব আমিরশাহিতে বসেছে এই বছর কোটিপতিদের খেল। যেখানে বিনোদন ও খেলা মিলেমিশে একাকার হয়ে যায়। এবারের দুবাই জমজমাট। কখনো ক্রিকেটারদের ছক্কা কিংবা হার জিতের খবর ওড়ে তো কখনো হবু স্ত্রীদের উষ্ণ শরীরী আবেদনে মাত করে মরু শহর। সেরকমই এক উদাহরণ হলেন চাহালের হবু স্ত্রী। এই প্রতিযোগিতায় খেলতে বেশিরভাগ ক্রিকেটারই বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে বিদেশে পড়ে আছেন। তদের পরিবারের লোকজনও এখনও কেউ কেউ তাঁদের সঙ্গে মরু শহরেই উপস্থিত রয়েছেন। সেরকম ধনশ্রী (Dhanashree Verma) চাহালকে (Spinner Yuzvendra Chahal) সমর্থন করতে আচমকা পৌঁছে যান মরু শহরে। নিজেও সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করেছেন। এবারে আরসিবি-র সমর্থনে নাচলেন ধনশ্রী। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চলুন দেখে নিই সেই উষ্ণ আবেদনা ভরা নাচ।

 

View this post on Instagram

 

A sunset state of mind ? Dancing to laila Isn’t it beautiful ? . #dhanashreeverma #ree @tonykakkar

A post shared by Dhanashree Verma (@dhanashree9) on

এর আগেও ধনশ্রী তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন বুর্জ খলিফা চ্যালেঞ্জ। অক্ষয় কুমার কিয়ারা আদবানির ছবি লক্ষ্মী বম-এ বুর্জ খলিফায় নাচে তিনিও সেই জায়গায় গিয়ে জমিয়ে নেচেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এক কথায়, দুবাই হোক বা IPL 2020 জমিয়ে উপভোগ করছে বহু বলিউড তারকারা এবং দম্পতিরা।