দিল্লি : কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায় যার প্রতিবাদে সারা দেশে হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গিরা। এই বিষয়ে কেন্দ্র সরকার অধিক থেকে অধিকতর সতর্কতা বহাল রেখেছে সারা দেশজুড়ে। এর মধ্যেই একটি বেনামি ব্যাগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি এয়ারপোর্টে।
শুক্রবার ভোর ৩টায় দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ৩ এর সামনে একটি বেনামি ব্যাগ পড়ে থাকতে দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপর ওই ব্যাগের উপস্থিতি নিয়ে থানায় অভিযোগ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও সিআইএসএফের জওয়ানেরা। বিমানবন্দর সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। ব্যাগটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ব্যাগটির ভেতর RDX পাওয়া গেছে।
কাল ৩১ শে ডিসেম্বর, জম্মু-কাশ্মীর ও লাদাককে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করে কেন্দ্র সরকার। ফলে যার ফলে জঙ্গিদের হুমকি কথা ভেবেই বিমানবন্দরে বেনামি ব্যাগটি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ব্যাগটির ভেতর RDX পাওয়ায় জঙ্গি হামলার জন্য আরও সতর্ক হবে সরকার।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’