Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tiyasha Roy: ক্রপ টপে উন্মুক্ত পেট, হট অবতারে তুমুল নাচ তিয়াসার

Updated :  Wednesday, July 28, 2021 11:39 AM

টলিউড হোক বলিউড। দুই অভিনেত্রীর বন্ধুত্বের সম্পর্ক আমরা সর্বদা দেখেছি। সবসময় দুজন একসাথে এক সিনেমা বা ধারাবাহিকে কাজ করবে তার কোনো কথা নেই। কিন্তু ইন্ড্রাস্টিতে আলাদা কাজ করেও ভালো বন্ধু হওয়া যায়। তেমনই এক উদাহরণ হল অভিনেত্রী শ্রুতি দাস আর তিয়াসা রায়।

বেশ কয়েক বছর ধরে জি বাংলার ‘কৃষ্ণকলি ধারাবাহিকে তিয়াসাকে আমরা শ্যামার চরিত্রে অভিনয় করতে দেখেছি৷ এই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে সারা বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন তিয়াসা। সাফল্য কে সাফল্য এনে দিয়েছেন তিনি । প্রতিদিন সন্ধ্যে সাতটা বাজলে বাঙালির ঘরে ঘরে শ্যামা সাধারণ, আটপৌরে শাড়ি আর কৃষ্ণ ভক্ত গীতি নিয়ে সাধারণ এক গৃহবধূ ‘শ্যামা’ হাজির হয় । কিন্তু পর্দায় যতই সাধারণ সুতির শাড়ি, কাঁচা পাকা চুল আর কপালে রসকলি আঁকা মেকআপে শ্যামা’কে দেখা যাক না কেন, বাস্তবের তিয়াসা কিন্তু পুরোটান ভিন্ন। বাস্তবে তিনি স্মার্ট, এলিগেন্ট আর বোল্ড। ভারতীয় থেকে ওয়েস্টার্ন, সমস্ত রকম পোশাকেই তিনি সাবলীল ।

সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিয়াশা । মাঝে মধ্যেই নানারকম ছবি আর ভিডিওতে আত্মপ্রকাশ করেন সকলের প্রিয় নায়িকা । আর তা দেখার তিয়াসার অনুরাগীরা মুখিয়ে থাকে। এ বার তিয়াশা’কে দেখা গেল পার্টি মুডে। হাই-ওয়েস্ট টোর্ন জিন্স আর ক্রপ টপে । তবে তিনি একা নন । তিয়াসার খুব কাছের বন্ধু শ্রুতি যে এখন সকলের প্রিয় নোয়া দুই বন্ধু মিলে এই উইকেন্ড জমিয়ে মজা করলেন।

Real and real life ‘Krishnakali’ captured on camera in the same frame, Shruti-Tiyasha danced together

সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছেন শ্রুতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে । সঙ্গে লিখে দিয়েছেন দারুণ মজার একটি ক্যাপশন । লিখেছেন, ‘রিল ও রিয়েল কৃষ্ণকলি’ । আসল ব্যপার হল আজ ও মেয়েদের গায়ের রঙ কালো হওয়াতে বার বার ট্রোল হতে হয়। গায়ের রং শ্যামলা হওয়ার কারণে অভিনেত্রী শ্রুতি দাস বারবার সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোলের মুখে পড়েছেন । শ্রুতি বহু ট্রোলের কড়া জবাব দিয়েছেন। এমনকি পুলিশের ক্কাছে ট্রোলারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি ।তবে কিছুটা পরিস্থিতি সামাল হলেও এখনো পুরোপুরি ঠিক হয়নি।

কিছুদিন আগে অভিনেত্রী বলেছিলেন শ্রুতি বলেছিলেন, তিয়াসা ফর্সা তাই তাঁকে কালো করতে হয় মেকআপের সাহায্যে। হয়তো তাঁর সেই অভিমান এদিন ভাঙিয়ে দিলেন তিয়াসা। শ্রুতির পরণে ছিল সবুজ ওয়ান পিস৷ দুই বন্ধু সাউথ সিটি মলের এক রেস্টুরেন্টে হিন্দি গানের তালে নাচলেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও। অনেকে মনে করছেন শ্যামার সঙ্গে এই ভিডিও শেয়ার করে, মজার ছলেই সমাজকে এক নীতি শিক্ষার পাঠ দিলেন শ্রুতি । মানুষ বুঝতে পেরেছে কিনা তা সময় বলবে।