নিউজরাজ্য

Recruitment: মাধ্যমিক পাশ করলেই এবার চাকরির সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ, এভাবে করুন আবেদন

Advertisement

রাজ্য তথা দেশে কর্মহীন যুবক যুবতীর সংখ্যা কমার বদলে বেড়েই চলেছে। শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির অভাবে অর্থ রোজগারের পথ বন্ধ হয়ে রয়েছে যুব সমাজের একাংশের। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এবার তাদের জন্য রইল এক দারুণ সুখবর।

মাধ্যমিক পাশেই এবার দারুণ সুযোগ পেতে চলেছেন কর্মহীন যুবক যুবতীরা। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলিতে নতুন করে নিয়োগ (Recruitment) হতে চলেছে কর্মী। টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ হতে চলেছে কর্মী। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য, কীভাবেই বা আবেদন করতে হবে, সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে টিকিট বুকিং এজেন্ট পদে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র যেকোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই চলবে। টিকিট বুকিং এজেন্ট পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য নিয়োগ পদ্ধতিতে কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই হবে নিয়োগ।

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর কালো কালিতে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স সহ অ্যাপ্লিকেশন ফর্মটি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে পাঠাতে হবে। এই পদে আবেদনের জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৩ মে ২০২৪।

Related Articles

Back to top button