সম্প্রতি শাওমি ভারতের বাজারে নিয়ে এসেছে রেডমি ৮। এবার ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে শাওমির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা যুক্ত স্মার্টফোন রেডমি নোট ৮ প্রো। চলতি মাসের ১৬ তারিখ ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোনটি। Mi.com আর Amazon.in এ পাওয়া যাবে রেডমি নোট ৮ প্রো।
রেডমি নোট ৮ প্রো-এর কিছু ফিচার:
- রেডমি নোট ৮ প্রোতে থাকছে ৬.৫৩-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে সঙ্গে ডট নচ ডিজাইন।১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। সঙ্গে ২৩৪০×১০৮০ পিক্সেল রেজুলেশনের স্ক্রিন। অতিরিক্ত প্রটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
- ফোনে 12nm MediaTek Helio G90T চিপসেটের সঙ্গে থাকছে Mali-G76 MC4 GPU.
- ৪,৫০০ mAh ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। Android Pie অপারেটিং সিস্টেমের সঙ্গে MIUI 10 দ্বারা এই ফোন চলবে।
- রেডমি নোট ৮ প্রো ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। কোয়াড ক্যামেরার সেটআপ- ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়া সেলফির জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের তিনটি ভার্সনে পাওয়া যাবে এই মডেল- ৬ জিবি র্যাম/৬৪ জিবি রম, ৬ জিবি /১২৮ জিবি রম এবং ৮ জিবি /১২৮ জিবি রম।
- সঙ্গে থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক।
এছাড়াও এই ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি। ভারতীয় বাজারে এই ফোনের বেস ভেরিয়েন্ট-এর দাম হতে পারে প্রায় ১৪০০০ টাকা।