নিউজরাজ্য

রেফ্রিজারেটর ফেটে আগুন, মৃত্যু মহিলা সিভিক ভলেন্টিয়ারের

Advertisement

কপালে মৃত্যু থাকলে বোধহয় তা আটকানোর সম্ভব না । রাস্তায় বের হলেই যে আপনি দুর্ঘটনার শিকার হবেন আর বাড়িতে থাকলে আপনি একেবারে বিপদমুক্ত এই ধারণা একেবারে ভুল। তাই প্রমাণ হয়ে গেল মালবাজার মহকুমার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ী এলাকার এই ভয়ংকর ঘটনাটি। রেফ্রিজারেটরের আগুন থেকে ছড়িয়ে পড়া আগুনে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এর। সাথে সাথে গুরুতর আহত হন তার স্বামী ও। গতকাল রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে।

সিভিক ভলেন্টিয়ার এর নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স ২৭ বছর। রেফ্রিজারেটর ফেটে যেতে গোটা ঘর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনের লেলিহান শিখায় মৃত্যু হয় জ্যোৎস্না মন্ডলের এবং তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী মানুষটিও আহত হন। স্বামীর নাম অভিজিৎ মন্ডল তিনিও পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার বয়স ৩০।

এমন ভয়ঙ্কর ঘটনাটি স্থানীয় মানুষরা তাকে মালবাজার হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়।

অমন ভয়ঙ্কর দাউদাউ করা আগুনের শিখা নেভাতে চলে আসে ময়নাগুড়ির দমকলের একটি ইঞ্জিন। অনেকক্ষণ এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরের মধ্যে থাকতে থাকতেই মৃত্যু হয় জ্যোৎস্না মন্ডলের এবং তার স্বামীও যথেষ্ট আহত হয়েছেন।

Related Articles

Back to top button