বিশালের টাকে তবলা বাজিয়ে গান গাইলেন রেখা, ‘বিশুজী’ ডাকের চোটে পাগল সুরকার

বলিউডের চিরকালীন ‘মিস্ট্রি উওম্যান’ একজনই। তাঁর নাম ভানুরেখা গণেশন ওরফে অভিনেত্রী রেখা (Reekha)। রেখা মানেই বরাবরের বিতর্ক। রেখার সাজে সবসময় থাকে দক্ষিণী শৃঙ্গারের ছোঁয়া। জমকালো কাঞ্জিভরম, ভারি গয়না, কপালে টিপ, খোঁপায় ফুল ও সিঁথিতে সিঁদুরে রেখা এভারগ্রিন সুন্দরী। ঠোঁটের মেরুন রঙের লিপস্টিক রেখার ট্রেডমার্ক। কিন্তু তাঁর সিঁথির সিঁদুর কার নামাঙ্কিত, তা নিয়ে রয়েছে বহু অনুমান।

একসময় রেখা সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)- এর সঙ্গে। ‘দো আনজানে’ ফিল্মের সেট থেকে রেখা-অমিতাভের সম্পর্ক শুরু হয়। এমনকি অমিতাভ-রেখার বিয়ের গুজব রটে। কিন্তু পরে তা অস্বীকার করেন রেখা। অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor) ও অভিনেত্রী নিতু সিং (Nitu singh)-এর বিয়েতে রেখার সিঁথিতে প্রথমবার সিঁদুর দেখা যায়। ঋষি-নিতুর বিয়ের অনুষ্ঠানে রেখার সিঁথির সিঁদুর নিয়ে সবাই প্রশ্ন করলে রেখা বলেন, তিনি সরাসরি শুটিং থেকে এসেছেন। সিঁদুর পরে শুটিং করলেও সিঁদুর মুছতে ভুলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন রেখা। কিন্তু এরপর থেকে জনসমক্ষে রেখাকে সিঁদুর পরেই দেখা যেতে থাকে। একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছেন, সিঁদুরকে তিনি বিবাহের চিহ্ন বলে মনে করেন না। তাঁর মতে, সিঁদুর ভারতীয় নারীর ষোড়শ শৃঙ্গারের অংশ। এই কারণে তিনি সিঁদুর পরেন।

1981 সালে যশ চোপড়া (yash chopra) রেখা-অমিতাভ-জয়াকে নিয়ে তৈরী করেছিলেন ‘সিলসিলা’। ‘সিলসিলা’ ফিল্মটি সুপারহিট হয়েছিল। এই ফিল্মটি বিগেস্ট মিউজিক্যাল হিটও ছিল। অনেকেই বলেছেন, এই ফিল্মটির কাহিনী ছিল রেখা-অমিতাভ-জয়ার ত্রিকোণ প্রেমের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। যশ চোপড়া নিজেও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে স্বীকার করেছিলেন এই কথা। এই ফিল্মের সবকটি গানের মধ্যে সবচেয়ে হিট হয়েছিল ‘রঙ বরষে ভিগে চুনরওয়ালী’ গানটি। গানটি গেয়েছিলেন অমিতাভ নিজে। এই গানে অমিতাভ-রেখার নাচ আইকনিক ছিল।

29 শে মার্চ, হোলির দিন, আরজে সায়েমা (sayema) টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রেখাকে রীতিমত হারমোনিয়াম বাজিয়ে ‘রং বরষে’ গানটি গাইতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কপিল শর্মা (Kapil sharma) ও নভজ‍্যোত সিং সিধু (Navjyot singh sidhu)-কেও। ভিডিওটি কপিল শর্মার কমেডি শোয়ের একটি পুরানো এপিসোড। সায়েমা ভিডিওটি শেয়ার করে এত সুন্দর একটি পর্ব উপহার দেওয়ার জন্য কপিল শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে সায়েমা ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আশির দশকের ‘সিলসিলা’-র নস্টালজিক রঙে নিজেদের রাঙিয়েছেন নেটিজেনরা।

এর মধ্যেই সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12′-এর ‘রেখা স্পেশ‍্যাল’ পর্বের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলি শেয়ার করেছেন শোয়ের বিচারক ও মিউজিক ডিরেক্টর বিশাল দাদলানি (vishal Dadlani)। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, রেখার মনোমোহিনী কন্ঠস্বরে ‘বিশুজী’ ডাক পাগল করে দিয়েছে বিশালকে। ছবিগুলিতে বিশালের টাকে তবলা বাজাতে দেখা যাচ্ছে রেখাকে। রেখার এই রসালো মজায় বিশাল একটুও না চটে বলেছেন, রেখা খুব ভালো তবলা বাজাতে পারেন। এমনকি রেখার সঙ্গে মঞ্চে নেচেছেন বিশাল। সব মিলিয়ে ‘রেখা স্পেশ‍্যাল’ পর্ব জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পর্বটির প্রোমো। এই পর্বে রেখা অভিনীত ফিল্মের গান গেয়েছেন প্রতিযোগীরা। কিন্তু সবাইকে ছাপিয়ে নজর কেড়ে নিয়েছেন বলিউডের কিংবদন্তী রেখা।