Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অক্ষয় কুমারের থেকে রেখা প্রায় ১৩ বছরের বড়, তবুও একে অপরকে পাওয়ার জন্য সমস্ত সীমা অতিক্রম করেছিলেন তাঁরা

Updated :  Thursday, July 14, 2022 8:09 PM

বলি জগতের এভারগ্রীন আইকন রেখা আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট দেখা যায় রেখার নামে। সৌন্দর্য্য বা অভিনয়ের কেরামতিতে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। নিজের মতাদর্শে জীবনযাপন করতে পছন্দ করেন বলি এভারগ্রীন বিউটি।

রেখাজির সৌন্দর্যে তো অনেকেই প্রেমে পড়ে গেছিলেন এককালে। রেখার বলিউড ক্যারিয়ার একাধিক হিট সিনেমা দিয়ে সুসজ্জিত। বলি ক্যারিয়ারের পাশাপাশি রেখা চর্চায় আসেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে সম্পর্কের জন্য। এই নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে চর্চার ঝড় ওঠে। তবে বিভিন্ন সম্পর্কে জড়ালেও কোনদিন বিয়ে করেননি অভিনেত্রী। তবে এই বিষয়টি মোটামুটি সকলে জানলেও, খুব কম মানুষ জানেন যে অভিনেত্রী রেখা শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাথে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন।

আসলে ১৯৯৬ সালে খিলাড়ি কা খিলাড়ি ছবিতে, বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখাকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে হয়েছিল। রেখা তখন বলিউডের একজন সুন্দরী এবং ভালো অভিনেত্রী ছিলেন। তাঁর ক্রেজ মাতাল করত নেটিজেনদের। সেই সময় অক্ষয় কুমারও রেখাজির লাস্যময়ীতার ফাঁদে পড়ে যান। আসলে ওই সিনেমাতে অক্ষয় এবং রেখার একাধিক অন্তরঙ্গ দৃশ্য ছিল যা শুটিং করার সময় তাদের মধ্যে দূরত্ব কমে। তারপর জানা যায় এই জুটি একে অপরের সাথে অনেকদিন ডেট করেছিলেন।

তবে আপনাদের জানিয়ে রাখি কারন অনেক আগে অর্থাৎ ১৯৯৪ সাল থেকে অক্ষয় কুমার রবীনা ট্যান্ডন এর সাথে ডেট করেন। কিন্তু তাও খিলাড়ি কা খিলাড়ি সিনেমা শুটিংয়ের সময় রেখার সাথে সম্পর্ক মজবুত হয়ে যায় অক্ষয় কুমারের। এমনকি তিনি রবিনাকে দূরে সরিয়ে দিতে শুরু করেন। অক্ষয় কুমার রেখাজির কাছে যাওয়ার চেষ্টা করেন। এমন কথা কিছুদিন আগে নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন রবিনা ট্যান্ডন।