Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাস্টারস্ট্রোক Jio-র, ৩ মাস আনলিমিটেড কল রোজ ২ জিবি করে ডেটা, সস্তা প্ল্যানে জব্দ BSNL

Updated :  Sunday, November 10, 2024 11:44 AM

রিলায়েন্স জিওর সাম্রাজ্যে জোরালো আঘাত করেছিল বিএসএনএল। এই বছরের শুরুর দিকে যখন জিও তাদের প্ল্যান এর দাম বাড়ায়, সেই সময় বহু গ্রাহক বিএসএনএলের দিকে পা বাড়িয়েছিলেন। তবে এবার সেই bsnl কে ঠেকাতে নতুন পন্থা অবলম্বন করলেন মুকেশ আম্বানি। সম্প্রতি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছে যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন তিন মাসের জন্য আনলিমিটেড কলের সুবিধা, সঙ্গেই রয়েছে হাই স্পিড ফাইভ-জি ইন্টারনেট। চলুন তাহলে এই দুটি প্ল্যান এর ব্যাপারে জেনে নেওয়া যাক। এর মধ্যে একটি ভ্যালিডিটি ৯০ দিন এবং অপরটি ৯৮ দিন। একটির জন্য খরচ হবে ৮৯৯ টাকা এবং অন্যটির জন্য হবে ৯৯৯ টাকা।

৮৯৯ টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন রোজ ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট । যাদের ফাইভ-জি ফোন রয়েছে তারা ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যদি তারা ফাইভ-জি এনাবেল এরিয়াতে থাকেন। পাশাপাশি আপনারা আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন। ফ্রি ন্যাশনাল রোমিং, ফ্রি ১০০ টি করে এসএমএস, পাবেন আপনারা। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সুবিধা পাওয়া যাবে। এই প্লান ৯০ দিনের জন্য ভ্যালিড থাকবে।

৯৯৯ টাকার প্ল্যান

আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনারা রোজ ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন আপনারা আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও পাওয়া যাবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সুবিধা। প্লান ৯৮ দিনের জন্য ভ্যালিড থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন বিএসএনএল কে ঠেকাতে এই দুটি প্ল্যান জিও কে সাহায্য করতে চলেছে। একটি পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত জিও থেকে বিএসএনএল এ গিয়েছেন ৫৫ মিলিয়ন ব্যবহারকারী। এর ফলে কিছুটা চাপ বেড়েছে রিলায়েন্স জিওর। এবং তারপরেই এই পদক্ষে গ্রহণ করেছে কোম্পানি।