ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

JIO-র এক বছরের এই নতুন রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন আনলিমিটেড 5G, সস্তায় পাবেন দারুন বেনিফিট

আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনার জন্য অনেক ভালো বেনিফিট অপেক্ষা করছে

Advertisement

রিলায়েন্স জিও এবারে তাদের গ্রাহকদের জন্য একটি নতুন এবং আকর্ষণীয় প্ল্যান চালু করেছে যেখানে তারা আকর্ষণীয় ডেটা ভাউচার পেয়ে যাচ্ছেন। ৬০১ টাকার এই বিশেষ প্ল্যান প্রিপেইড গ্রাহকদের জন্য চালু করা হয়েছে যেখানে আনলিমিটেড ৫জি ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের। এই প্ল্যান বিশেষভাবে এমন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা নিয়মিত হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে থাকেন। রিলায়েন্স জিওর এই ৬০১ টাকার ডাটা প্যাক হলে এমন একটি বিশেষ প্যাক যেখানে প্রিপেইড গ্রাহকরা বিশেষ কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন। এই প্ল্যানে গ্রাহকদের জন্য ১২টি আলাদা আলাদা ভাউচার দেওয়া হয়ে যার মাধ্যমে তারা সারা বছর ৫জি ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

৬০১ টাকা রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও কোম্পানির ৬০১ টাকার এই রিচার্জ প্লানে আপনারা শুধুমাত্র ডেটা সুবিধা পাবেন না, এর সাথে কিন্তু আপনারা কলিং এবং এসএমএস এর মত সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রেখেছে ৩৬৫ দিন। নতুন জিও ব্যবহারকারীরা জিও ডেটা ভাউচার হিসেবে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। তবে এটা কিন্তু শুধুমাত্র প্রিপেইড ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে। ১২ টি আলাদা আলাদা ডেটা ভাউচারের মাধ্যমে আপনারা ফাইভ-জি ইন্টারনেট আনলিমিটেড পেয়ে যাবেন।

কিভাবে রিচার্জ করবেন?

আপনাকে প্রথমে মাইজিও অ্যাপ বা ওয়েবসাইট থেকে ৬০১ টাকার একটি ডেটা ভাউচার কিনতে হবে। এরপরে আপনি আপনার একাউন্টে ৫১ টাকার ১২ টি ডেটা ভাউচার জমা হতে দেখতে পারবেন। এখানে এক মাসের জন্য আনলিমিটেড ৫জি ইন্টারনেট এবং ৩ জিবি হাইস্পিড ৪জি ইন্টারনেট পেয়ে যাবেন আপনি। এই ভাউচার মাইজিও একাউন্ট থেকে মাই ভাউচার সেকশনে আপনি রিডিম করতে পারবেন। যেকোনো jio গ্রাহককে আপনি উপহার হিসেবে এই ভাউচার দিতে পারবেন।

Related Articles

Back to top button