Jio-র সবথেকে কম দামের ৩টি রিচার্জ প্ল্যান, ৩০০ টাকার কমে পেয়ে যান আনলিমিটেড কলিং ও 1.5GB ইন্টারনেট
আপনি যদি হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে চান এবং আপনার কাছে খুব ভালো কোনো অফার না থাকে, তাহলে এগুলো আপনার পছন্দ হবেই
Reliance Jio এবারে ৩০০ টাকার নিচে বেশ কিছু সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এখানে আপনারা প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন এবং তার সাথেই পাচ্ছেন সীমাহীন কলিং এর সুবিধা। জিও এয়ারটেলএবং ভোডাফোন আইডিয়ার মত বেশ কিছু বড় সংস্থা জুলাই মাসে দাম বৃদ্ধি করা সত্ত্বেও এখনো জিও তার গ্রাহকদের ধরে রাখতে পেরেছে। পাশাপাশি অনেকে কিন্তু এখন বিএসএনএল ছেড়ে জিওর দিকে পা বাড়াতে শুরু করেছেন। জিও অনেক বাজেট বান্ধব অফার নিয়ে আসে তাদের গ্রাহকদের জন্য এবং তাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি। সবমিলিয়ে গ্রাহকদের কাছে রিলায়েন্স জিও একটা ভালো অপশন হয়ে উঠছে বর্তমানে। চলুন তাহলে রিলায়েন্স জিওর এরকম কিছু ভালো প্ল্যানের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. Jio ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
১৯৯ টাকার এই প্ল্যান সব থেকে সাশ্রয়ী মূল্যের বিকল্পগুলির মধ্যে একটি। এখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং পেতে পারেন এবং তার সাথেই যে কোন নেটওয়ার্কে অতিরিক্ত চার্জ না দিয়ে যত খুশি কথা বলতে পারেন। এছাড়াও প্রতিদিন আপনি ১.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট পেতে পারেন। এই প্লান ১৮ দিনের জন্য বৈধ এবং আপনারা মোট ২৭ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস আপনি করতে পারবেন। এগুলি এমন লোকেদের জন্য আদর্শ, যাদের অল্প সময়ের জন্য বেসিক ইন্টারনেট এবং কলিং প্রয়োজন হয়।
২. Jio ২৩৯ টাকার প্ল্যান
২৩৯ টাকার প্ল্যান জিও ব্যবহারকারীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান। এখানে আপনারা ১.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট পেয়ে যান, যেটা একেবারে ২২ দিন পর্যন্ত বৈধ থাকে। অর্থাৎ আপনারা মোট ৩৩ জিবি পর্যন্ত ইন্টারনেট পেতে পারেন। এছাড়াও আপনি যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন, যার ফলে আপনার কারেক্টিভিটি দিক থেকে কোন সমস্যা হবে না। তার পাশাপাশি আপনি প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস করতে পারবেন।
৩. Jio ২৯৯ টাকার প্ল্যান
আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনি ২৮ দিন পর্যন্ত বৈধতা পেয়ে যাবেন এবং প্রতিদিন পেয়ে যাবেন ১.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট। অর্থাৎ আপনারা পুরো বৈধতার সময়কালের মধ্যে ৪২ জিবি হাই স্পিড ইন্টারনেট পেতে পারবেন। অন্যান্য প্ল্যান এর মতো এখানেও আপনারা আনলিমিটেড কলিং করতে পারবেন এবং প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস পেয়ে যাবেন। আপনার যদি কোন ৪জি স্মার্টফোন থাকে তাহলে এটা সবথেকে ভালো প্ল্যান আপনার জন্য।