Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio-র এই ১ বছরের প্ল্যান ভীষণভাবে জনপ্রিয়, মিলবে ৯১২.৫ জিবি ডেটা

Updated :  Sunday, October 15, 2023 11:19 PM

বর্তমানে প্রায় সকলেই জিওর কানেকশন ব্যবহার করে থাকেন। ওয়াইফাই হোক কিংবি মোবাইল ফোনের সিম জিও এখন সর্বত্রই। সেই শুরুর সময় থেকেই মুকেশ আম্বানির জিও রিলায়েন্স দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। যে কোন শ্রেণীর মানুষের হাতে এখন স্মার্ট ফোন আর তাতে সিম জিওর। তবে দিন দিন খরচা বাড়ছে জিও রিলায়েন্সের। সবসময় সবার পক্ষেই সেই পরিমাণ টাকা খরচ করা সম্ভবই হচ্ছে না। তবে এই পরিস্থিতিতে জিওর একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে যেটি এক বছরের। এক্ষেত্রে একেবারে ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

২৯৯৯ টাকার প্ল্যান-
এই প্ল্যানের বৈধতা এক বছর। এর মাধ্যমে পুরো ৩৬৫ দিন মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। এক্ষেত্রে আনলিমিটেড কলের সুবিধা মেলে। ৯১২.৫ জিবি ডেটার হিসাবে প্রতিদিন মোট আড়াই জিবি ডেটা ব্যবহার করা যায়। ১০০ টি এসএমএস পাঠানো যায়। এক্ষেত্রে প্রতিদিন ডেটা স্পিড @৬৪কেবিপিএসে কমে যেতে থাকে। এই প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন জিও সিনেমা, জিও ক্লাউড, জিও টিভি ফ্রিতে দেখা যাবে।

এছাড়াও আরো একটি প্ল্যান রয়েছে সেটি ৭১৯ টাকার-
এটি ৮৪ দিনের একটি অন্যতম জনপ্রিয় প্ল্যান গ্রাহকদের কাছে। এক্ষেত্রে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ১০০ টা করে এসএমএসের সুবিধাও মেলে এই প্ল্যানের সূত্র ধরে। এই ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহকরা অর্থাৎ প্রতিদিন ২ জিবি করেই ডেটা ব্যবহার করেন তারা। এই জিও প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিকিউরিটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।