ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি জিও ভারতে ইতিমধ্যেই নিজের একটা বিরাট বড় আধিপত্য তৈরি করেছে। প্রথমে জিও সিম দিয়ে ভারতের বাজারে প্রবেশ করার পর এখন জিও কোম্পানিটি ভারতে বেশকিছু নতুন পণ্য লঞ্চ করতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হলো ৫ জি মোবাইল। শোনা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই জিও ভারতে তাদের নতুন ৫জি ডিভাইস নিয়ে আসতে চলেছে। সম্প্রতি জিও কোম্পানিটি এই ফাইভ জি ডিভাইসের পাশাপাশি ভারতে একটি নতুন বিপ্লব আনতে চলেছে বলে খবর। তারা নাকি এবারে একটি নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সাইকেলের ফিচার এবং দাম সমস্ত কিছু।
শীঘ্রই নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করবে জিও
জিও ইলেকট্রিক সাইকেলে আপনারা পেয়ে যাবেন ৪৮ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। অর্থাৎ আপনি এই সাইকেলে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন। এই সাইকেলে আপনারা ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বাধিক স্পিড পেয়ে যাবেন। জিও কোম্পানির এই ইলেকট্রিক সাইকেলটি মাত্র তিন ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এই বৈদ্যুতিক সাইকেলে একটি ২৫০ ওয়াটের মোটর রয়েছে, যা এটাকে ভালো পারফর্মেন্স এবং উচ্চ গতি প্রদান করতে পারে। পাশাপাশি এর লুক অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক। সঙ্গেই, এই সাইকেলে আপনারা পেয়ে যাবেন উন্নত টেকনোলজির সিট।
দাম এবং অন্যান্য বৈশিষ্ট্য
এটি সম্পূর্ণরূপে একটি ইলেকট্রিক সাইকেল হতে চলেছে, ফলে শুধুমাত্র আপনাকে এই ইলেকট্রিক সাইকেল চার্জ করতে হবে। এতে আপনার কোন অতিরিক্ত খরচ হবে না। শুধু তাই নয় এই ইলেকট্রিক সাইকেল কিনলে পরিবেশ দূষণ থেকেও মুক্তি পাবেন। এই ইলেকট্রিক সাইকেল এর দাম রাখা হবে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। মাত্র ৯০০ টাকার টোকেন মানি জমা দিয়ে, আপনারা এই ইলেকট্রিক সাইকেল বুক করতে পারবেন।