ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio Bharat 5G: মাত্র ৬৯৯ টাকায় পেয়ে যাবেন নতুন 5G স্মার্টফোন, ব্যাপক অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও

এই অফারে আপনারা অনেক সস্তায় অনেক ভালো একটা ফিচার সমৃদ্ধ স্মার্টফোন পেয়ে যাবেন

Advertisement

ভারতের জনপ্রিয় প্রযুক্তি সংস্থার রিলায়েন্স জিওর তরফে ভারতের গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে। এবারে জিও কোম্পানিটি তাদের নতুন ৫জি স্মার্টফোন। এই স্মার্ট ফোন মূলত গরিবদের জন্য চালু করা হয়েছে, যারা দামি স্মার্টফোন কিনতে পারেন না। এই নতুন ফোন পাওয়া যাচ্ছে খুব কম দামে। আপনি এই ফোনটি ৩০ শতাংশ ডিসকাউন্টের সাথে কিনতে পারেন। শুধুমাত্র ৯৯৯ টাকায় আপনি এই স্মার্ট ফোন কিনতে পারবেন। পাশাপাশি যদি আপনি ডিসকাউন্ট অফার ব্যবহার করতে পারেন তাহলে মাত্র ৬৯৯ টাকায় আপনার কাছে চলে আসবে একটি নতুন ৫জি স্মার্টফোন।

Jio Bharat 5G ফোনে মিলবে দারুণ সফটওয়্যার

এই স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে Jio Bharat 5G স্মার্টফোন। সমস্ত বেসিক কাজ এটা দিয়ে আপনি করতে পারবেন। এই স্মার্টফোনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে একবার চার্জ করলে আপনি চারদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে। পাশাপাশি আপনি 5g ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনি যেকোনো সময়ে হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন। আর এই ফোনের জন্য নির্দিষ্ট কিছু প্ল্যান নিয়ে আসবে রিলায়েন্স জিও, যা আপনার জন্য দারুন লাভজনক হতে চলেছে।

ভাল বৈশিষ্ট্য উপলব্ধ

এই স্মার্ট ফোনে আপনারা এমন কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন যেগুলো কিন্তু একটা দামী স্মার্টফোনে পাওয়া যায়। কিন্তু, এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৬৯৯ টাকা। এত কম দামে কোন স্মার্টফোন পাওয়া যাচ্ছে এটা একেবারে ভাবাই যায় না। আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে এই নতুন স্মার্ট ফোন কিনতে পারবেন। এর সমস্ত বৈশিষ্ট্যের ব্যাপারে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রিলায়েন্স যখন স্মার্ট ফোন নিয়ে আসছে তখন আশা করা যাচ্ছে, খুব সস্তায় ভালো ফিচার আপনারা পাবেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন, জিও ভারত ফাইভজি স্মার্টফোনে কিন্তু শুধুমাত্র জিও কোম্পানির সিম চলবে। অন্য কোন কোম্পানির সিম আপনি চালাতে পারবেন না। ফলে এই ফোন কিনলে আপনাকে জিও ইন্টারনেট ব্যবহার করতে হবে। এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা bsnl ব্যবহার করার সুযোগ পাবেন না।

Related Articles

Back to top button