২০১৬ সাল থেকে ভারতের বাজারে একচ্ছত্র রাজত্ব করছে রিলায়েন্স জিও। বর্তমানে জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে, মানুষের সর্বাধিক পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই টেলিকমিউনিকেশন কোম্পানি। হাই স্পিড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা প্রদান করে বর্তমানে রিলায়েন্স জিও হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি। শুধু তাই নয়, বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থাগুলির মধ্যে সবচেয়ে কম দামে নিজেদের পরিষেবা প্রদান করছে এই সংস্থাটি। ফলে মানুষের কাছে আরও জনপ্রিয়তা অর্জন করেছে আম্বানির এই সংস্থা।
তবে গত কয়েক মাস আগে ভারতের প্রত্যেকটি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করেছে। যার ফলে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন দেশের কয়েক কোটি মানুষ। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা প্রায় ৪০ কোটি। ফলে এই গ্রাহকদের মধ্যে একটি বিরাট অংশ রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। তবে এবার গ্রাহকদের দুশ্চিন্তা দূর করতে নিজেদের ধামাকা পরিকল্পনা ঘোষণা করেছে রিলায়েন্স জিও। যেখানে খুব কম টাকার মাধ্যমে সারা মাসে হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি রিলায়েন্স জিও নিজেদের মাসিক পরিকল্পনা ঘোষণা করেছে। যার ফলে নামমাত্র টাকা রিচার্জ করে সারা মাস হাই স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। আজ্ঞে হ্যাঁ, এবার মাত্র ২৯৯ টাকা রিচার্জ করে ২৮ দিনের জন্য এই সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন দেশের কোটি কোটি মানুষ। যেখানে প্রতিদিন ১.৫জিবি হাই স্পিড ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি করে এসএমএস-এর সুবিধা পাবেন গ্রাহকরা। নির্দিষ্ট ডেটা সীমা উত্তীর্ণ হওয়ার পরেও ধীরগতির ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।