Jio Recharge Plan: সুপার হিট অফার! 100 টাকার কম দামে 5টি সেরা রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তা মাত্র 11 টাকা

ভারতের টেলিকম বাজারে সবচেয়ে বড় সংস্থা Reliance Jio। কোটি কোটি গ্রাহকের চাহিদা মেটাতে সংস্থার পোর্টফলিওতে রয়েছে নানা ধরনের রিচার্জ প্ল্যান—কিছু স্বল্পমূল্যের, আবার কিছু উচ্চমূল্যের। তবে যারা কম খরচে বেশি সুবিধা চান, তাঁদের জন্যই রয়েছে একাধিক সস্তা রিচার্জ বিকল্প। এবার দেখা যাক জিওর এমন কিছু প্ল্যান, যেগুলি ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়।
১১ টাকার জিও রিচার্জ প্ল্যান
তালিকার মধ্যে সবচেয়ে সস্তা এই প্ল্যান। মাত্র 11 খরচ করলেই পাওয়া যাবে এক ঘন্টার ভ্যালিডিটি। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ১০ জিবি ডেটা। স্বল্প সময়ে অতিরিক্ত ইন্টারনেট প্রয়োজন হলে এই প্ল্যান যথেষ্ট কার্যকর।
19 টাকার জিও প্ল্যান
মাত্র 19 টাকার বিনিময়ে পাওয়া যাবে এক দিনের জন্য ১ জিবি ডেটা। যাঁরা প্রতিদিন সীমিত ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এটি সাশ্রয়ী একটি বিকল্প।
39 টাকার রিচার্জ প্ল্যান
এরপর রয়েছে 39 টাকার প্ল্যান। এতে গ্রাহকরা পাবেন ৩ দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন ৩ জিবি ডেটা। মোট ডেটা ব্যবহারের সুবিধা দাঁড়াবে ৯ জিবি।
69 টাকার রিচার্জ প্ল্যান
প্রায় এক সপ্তাহের জন্য চাইলে রয়েছে 69 টাকার প্ল্যান। এর ভ্যালিডিটি পুরো ৭ দিন, এবং এতে গ্রাহকরা পাবেন ৬ জিবি ডেটা। স্বল্প খরচে এক সপ্তাহের প্রয়োজন মেটাতে এই প্ল্যান জনপ্রিয় হতে পারে।
77 টাকার জিও রিচার্জ প্ল্যান
সবশেষে রয়েছে 77 টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৫ দিন। এতে মোট ৩ জিবি ডেটা-র পাশাপাশি গ্রাহকরা পাবেন ৩০ দিনের জন্য Sony LIV সাবস্ক্রিপশন ফ্রি। ডেটার সঙ্গে এন্টারটেনমেন্টও উপভোগ করা যাবে একসঙ্গে।
সস্তা প্ল্যানের সুবিধা
টেলিকম বিশেষজ্ঞদের মতে, এই প্ল্যানগুলি মূলত স্বল্প খরচে বেশি ডেটা চাওয়া গ্রাহকদের জন্য। বিশেষত যাঁরা দৈনন্দিন ব্যবহার কম করেন বা অল্প কয়েক দিনের জন্য রিচার্জ করতে চান, তাঁদের কাছে এই ধরনের প্ল্যান আকর্ষণীয় হয়ে উঠছে। এর ফলে বাজারে প্রতিযোগিতাও আরও জোরদার হবে।