গ্রাহকদের জন্য খারাপ খবর, ফের ইন্টারনেট ডেটায় দাম বাড়াতে চলেছে Jio
গ্রাহক আকর্ষণ করতে প্রতিনিয়ত নানা ধরনের অফার ঘোষণা করে বিভিন্ন টেলিকম সংস্থা যার ফলে ক্ষতির মুখেও পড়তে হয় টেলিকম ইন্ডাস্ট্রিকে। এই সমস্যা মেটানোর জন্য ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হোক ইন্টারনেট ডেটার মূল্য, ভারতীয় টেলিকম রেগুলেটরিকে এমনই প্রস্তাব দিল রিলায়েন্স জিও। তবে এক ঝটকায় দাম না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।
জিওর মতে, ভারতীয় গ্রাহকরা স্বল্প মূল্যের অফারে বেশি আকৃষ্ট হন সেইদিক থেকে দেখতে গেলে একলাফে অনেকটা দাম বেড়ে গেলে বিরক্ত হবেন তাঁরা। সে চিন্তা মাথায় রেখে ধাপে ধাপে দাম বাড়াতে হবে।
আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার কম, প্রতিদিন ৫ জিবি ডেটার প্ল্যান আনলো BSNL
যেমন প্রতি জিবির দাম যদি ১৫ টাকা হয় সেটি বাড়িয়ে ছয় থেকে নয় মাসের মধ্যে বাড়িয়ে ২০ টাকা করা হোক। তবে এটি শুধুমাত্র ডেটার ক্ষেত্রে, ভয়েস কলে পরিবর্তন না করার কথা বলা হয়েছে। ভয়েল কলের মূল্য বাড়লে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকেরা।
তবে শুধু জিও নয় এর আগে গত মাসে ভোডাফোন-আইডিয়াও এই কথা জানিয়েছিল। তাদের দাবী ছিল ফ্লোর প্রাইস প্রতি জিবিতে বাড়িয়ে ৩৫ টাকা ও ভয়েস কলে প্রতি মিনিটে ৬ পয়সা করা হোক। কারণ সস্তার অফার দিতে গিয়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে এই সংস্থা। জিও একইভাবে এই পরামর্শ দেওয়ার পর এবার, ট্রাই কী সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে আছে সবাই।