জম্মু ও কাশ্মীর : ৫ অগাস্ট,২০১৯ সাল থেকেই জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বিলোপ হওয়ার পর থেকেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানকার সাধারণ মানুষ। ৩৭০ ধারা রদের পর থেকে রাজ্যে একপ্রকার অরাজকতা অবস্থা চলছিলো। কিছুটা স্বাভাবিক হতে না হতেই এবছরের মার্চ থেকে করোনার জেরে শুরু হয় লকডাউন। এবার জম্মু কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে হাল ধরলো কেন্দ্র। জানানো হয়েছে শীঘ্রই জম্মু ও কাশ্মীরের ধুঁকতে থাকা ব্যবসায়ী মহলের জন্য ১,৩৫০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে।
শনিবার কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের শিল্প ব্যবসা ক্ষেত্রের জন্য উপ রাজ্যপাল মনোজ সিনহা ১,৩৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। তিনি আরো জানান, এবার নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে জম্মু ও কাশ্মীরে। এছাড়া ব্যবসা ক্ষেত্রে ঋণের সুদে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে ৬ মাস। ব্যবসায়ীদের লাভের কথা হবে বিদ্যুত ও জলের বিলে যে এক বছর ছাড়া দেওয়া হচ্ছে তাতে খরচ হবে ১৫০ কোটি টাকা।
রাজ্যে শিল্প ও ব্যবসার ক্ষেত্রে জল ও বিদ্যুত বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এমনকি ২০২১ সালের মার্চ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি মকুব করা হচ্ছে।