Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে লড়ছেন রেমো, কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী লিজেল

একে তো করোনা পরিস্থিতি, তার ওপর একের পর এক নামজাদা ভাল মানুষ তথা সেলিব্রিটিরা প্রয়াত হচ্ছেন। কার্যত এই বছর মানুষের কাছে একটা খারাপ বছর হয়ে থেকে যাবে আজীবন। আর এরই…

Avatar

একে তো করোনা পরিস্থিতি, তার ওপর একের পর এক নামজাদা ভাল মানুষ তথা সেলিব্রিটিরা প্রয়াত হচ্ছেন। কার্যত এই বছর মানুষের কাছে একটা খারাপ বছর হয়ে থেকে যাবে আজীবন। আর এরই মধ্যে গতকাল, শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতরভাবে আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেমো ডি’সুজা। শুক্রবার বিকেলে হাসপাতালের সামনে দেখা গেল পরিচালকের স্ত্রী লিজেল ডি’সুজাকে। তাঁর সঙ্গে ছিলেন ডান্সার সলমন ইউসুফ খানও। সেখানেই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রেমোর স্ত্রী লিজেল ডি’সুজাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/p/CIqWBBEn53q/?igshid=1chj5vlmm8y5r

বিখ্যাত এই পরিচালক তথা কোরিওগ্রাফারের হূদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশে আসতেই হাসপাতালের সামনে সংবাদমাধ্যমের ভিড় জমে। কান্নায় ভেঙে পড়লেও নিজেকে সামলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন লিজেল বলেন, ‘রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।’

https://www.instagram.com/p/CIqYSn_nMUg/?igshid=1bxu5cyiknba5

প্রসঙ্গত, সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান। কিন্তু তার আগেই এই ঘটনা কার্যত আবেগতাড়িত করে ফেলেছে রেমোর ভক্তদের। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

About Author