নয়াদিল্লি: চালু হচ্ছে রিমোট ভোটিং-এর (Remote Voting) প্রযুক্তি, ভোট দেওয়া যাবে দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে, ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner)। পড়াশোনা বা চাকরি সূত্রে যারা বাইরে থাকেন, তাদের ভোটের সময় বাড়িতে ফিরতে হয়। এবার তাদের জন্যই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের। যে কোনও প্রান্ত থেকেই ভোটদান করা যাবে।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, শুরু করা হচ্ছে রিমোট ভোটিং-এর প্রযুক্তি। সোমবার জাতীয় ভোটার দিবসের উপলক্ষ্যে এই নয়া প্রযুক্তির কথা জানান সুনীল অরোরা। দেশে নির্বাচনের নিয়োম অনুযায়ী নিজের এলাকার নির্দিষ্ট বুথ কেন্দ্র থেকেও ভোট প্রদান করা যায়। ফলে যারা বাড়ির বাইরে থাকেন তাঁদের পক্ষে অনেক সময়ে ভোট দেওয়া সমম্ভ হয় না।
চালু হচ্ছে রিমোট ভোটিং-এর প্রযুক্তি, এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, ‘আইআইটি মাদ্রাজ সহ দেশের বেশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সাহায্য নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রিমোট ভোটিং-এর ব্যবস্থা করা হচ্ছে দেশে। খুব শীঘ্র শুরু হবে মহড়া।’













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’