Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেড রোডে মুখ্যমন্ত্রী, প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে

Updated :  Sunday, January 26, 2020 11:30 AM

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সুসজ্জিত রেড রোডে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।

জলই যে জীবন তার অপচয় বন্ধের ভাবনায় জল বাঁচান, প্রাণ বাঁচান অর্থাৎ সেভ ওয়াটার সেভ লাইফ এর ওপর রাজধানীতে প্যারেডে অংশগ্রহণ করার জন্য ট্যাবলো পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফে কিন্তু তা অনুমোদন না পাওয়ায় কলকাতার প্যারেডে শোভা পাবে সেই ট্যাবলো।

আরও পড়ুন : করোনা ভাইরাস আক্রান্ত হাজারের অধিক মানুষ, রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের

রেড রোডের অনুষ্ঠানের কারণে সংলগ্ন এলাকা বন্ধ রাখা হয়েছে, প্যারেডে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশ, সেনাবাহিনী নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী। অনুষ্ঠানে উপস্থিত থাকবে পুরুলিয়ার ছৌ, সুন্দরবনের বনবিবি। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যজুড়ে। নজরদারির জন্য বসানো হয়েছে দশটি ওয়াচ টাওয়ার। সরকারি দফতর, ধর্মীয় স্থান রেলস্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।