Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিআরপি চক্র! অভিযোগের নিশানায় রিপাবলিক টিভিসহ আরও দুই সংস্থা

Updated :  Thursday, October 8, 2020 10:40 PM

টিআরপি জালিয়াতির নিশানায় এবার রিপাবলিক টিভি! জানা গিয়েছে বহু জায়গায় টিআরপি জোগাড় করতে অকারণ ওই চ্যানেল খুলে রাখা হয় পরিকল্পনা করে। এমন জায়গা যেখানে মানুষ নেই আবার অন্য দিকে অনেকেই আছেন যারা কিনা ইংরেজিই বোঝেন না বা দেখেন না সেখানেও ঘন্টার পর ঘন্টা চালিয়ে রাখা হত রিপাবলিক টিভি। রিপাবলিক ছাড়াও এই কাজে সমান ভাগিবার রয়েছে আরো অন্য দুটি সংস্থা।

খোদ মুম্বই পুলিশের অভিযোগ এই কাজ দিনের পর দিন ধরে চলে এসেছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানাচ্ছেন তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি জানিয়েছেন “মুম্বইয়ের টিভি ইন্ডাস্ট্রি ৩০-৪০ হাজার কোটি টাকার।

এইখানে বিজ্ঞাপন থেকে আনুষাঙ্গিক বিষয়গুলির মূল্যনির্ধারণ করা হয় টিআরপি দেখেই। তাই টিআরপিতে উনিশ-বিশ করা মানে সরাসরি বিজ্ঞাপনে সুবিধে পাওয়া, ঘুরিয়ে বললে বেশি টিআরপি মানে বেশি রোজগার।” অন্য দিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই দফায় দফায় অভিযোগ ওঠে রিপাবলিক টিভিকে ঘিরে। অনেকের মতে এই চ্যানেল নিয়ে অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি করা হয়।

কিন্তু এদিনের এই ঘটনার পর রিপাবলিক টিভি এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী মুখ খুলেছেন। বরাবরই তিনি কড়া কথা বলেন। তাকে কথায় হারানো এতো সহজ নয়। এদিনের এই ঘটনার পর তিনি জানিয়েছেন, “রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন পরমবীর সিং। কারণ আমরা তাঁকে সুশান্ত সিং রাজপুত বিষয়ে জিজ্ঞেসাবাদ করেছিলাম। রিপাবলিক টিভির তরফে ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।”