Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপির ঔদ্ধত্যে অহংকারের জবাব, তিনটি কেন্দ্রে জিত হাসিল মমতার

Updated :  Thursday, November 28, 2019 5:50 PM

বাম-কংগ্রেস জোট কিংবা বিজেপির দাপাদাপি কোনো কিছুই দমিয়ে রাখতে পারলো না সবুজ ঝড়কে। মানুষ যে উন্নয়নের পক্ষে এবং হিংসাত্মক রাজনীতির বিপক্ষে তা আবার প্রমাণিত হল বাংলায়।উপনির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জয়ের পর বিজেপির বিরুদ্ধে আজ মুখ খুললেন মমতা।

আজ ফল ঘোষণার পর তিনি বলেন যে বিজেপি ঔদ্ধত্যকে মানুষ ভালো চোখে দেখেনি। মানুষের কথা না ভেবে তারা নিজেদের ইচ্ছামতো যা খুশি প্রচার করতে থাকছে। দেশে নাগরিকত্বের প্রমাণ দিতে এনআরসি আনার কারণে বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে আমজনতা। তিনি বলেন যে এই মানুষরাই আগে এমএলএ এবং এমপি তাই তারা জানে কোন দল তাদের সঠিক উন্নয়ন এনে দেবে।

তিনি এদিন বলেন যে অর্থনীতির বেহাল অবস্থা। চাকরি না থাকায় দিশেহারা যুবসমাজ। ১৯৯৮ সালে তৃণমূল গঠন হওয়ার পর থেকে কোনোদিন এই দল খড়গপুর ও কালিয়াগঞ্জে আসন জিততে পারেনি তাই ২১ বছর পর পাওয়া এই জয়কে তিনি মানুষকে উৎসর্গ করেন। আজ তিনি মানুষের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন “তিনে তিন, বিজেপিকে বিদায় দিন ।”তিনি দলের জয়ের কারণ হিসাবে দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন।