ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১৬০ কিলোমিটার রেঞ্জ নিয়ে Ola-র বাজার খেতে আসছে এই সস্তা ই-বাইক, কয়েক মিনিটে হবে ফুল চার্জ

Revolt কোম্পানিটি ভারতের ইলেকট্রিক বাজারে একটা বড় নাম হয়ে উঠেছে ইতিমধ্যেই

Advertisement

বাজারে লঞ্চ হয়ে গেছে নতুন বৈদ্যুতিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা Revolt Motors এর নতুন ইলেকট্রিক বাইক RV1। Revolt কোম্পানির এই RV1 ও RV1+ এর দাম হতে চলেছে যথাক্রমে ৮৪৯৯০ টাকা এবং ৯৯ হাজার ৯৯৯০ টাকা। REVOLT কোম্পানির এই দুটি ইলেকট্রিক টু হুইলার সরাসরি Ola কোম্পানির নতুন ইলেকট্রিক টু হুইলার Roadster এর সাথে লড়াই করতে চলেছে। এর আগে Ola কোম্পানিটি ৭৪,৯৯৯ টাকায় তাদের Ola Roadster X লঞ্চ করেছিল। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Revolt RV1 : নতুন বৈশিষ্ট্য ও আধুনিক ফিচার

এই নতুন বাইক একটি মিড মোটর এবং চেইন ড্রাইভ সিস্টেম রয়েছে। এই বাইকে আপনারা দুটি ব্যাটারী বিকল্প পেয়ে যাচ্ছেন, যার মধ্যে অন্যতম হলো ২.২ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক ১০০ কিলোমিটার রেঞ্জ আপনাকে দেবে। অন্যদিকে, একই দামের মধ্যে রয়েছে ৩.২৪ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি প্যাক, যা আপনাকে ১৬০ কিলোমিটারের রেঞ্জ দেবে। কোম্পানির দাবি এই দুটি ব্যাটারি জল প্রতিরোধ ক্ষমতা রাখে। Ip-67 রেটিংসহ এই দুটি ব্যাটারি প্যাকে আপনারা ২৫০ কিলোগ্রাম পর্যন্ত পেলোড ক্ষমতা পেয়ে যেতে পারেন।।

বৈশিষ্ট্যের দিক থেকে বলতে গেলে, এই নতুন ইলেকট্রিক টু হুইলারে আপনারা পেয়ে যাবেন LED হেডলাইট, ছয় ইঞ্চি ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল ডিস্ক ব্রেক, মাল্টিপল স্পিড মোড, এবং রিভার্স মোড। এই বাইকটিতে আরো চওড়া টায়ার রয়েছে যার কারণে বাইকে বসে থাকা অবস্থায় রাইডার আরো স্থিতিশীল ড্রাইভিং করতে পারবেন।

আপগ্রেড করুন এই বাইকে

আপনারা যদি, REVOLT কোম্পানির অন্য কোন বাইক কিনতে, তাহলে আপনাদের জন্য রয়েছে আরো কিছু বিকল্প। REVOLT কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ মডেল RV400 এর মধ্যে বেশ কিছু নতুন আপগ্রেড করেছে। এখানে আপনারা একটি নতুন ফাস্ট চার্জার সিস্টেম পেয়ে যাচ্ছেন যেখানে ৯০ মিনিটের মধ্যে বাইকটিকে সম্পূর্ণ চার্জ করার দাবি রাখা হচ্ছে কোম্পানির তরফ থেকে। এছাড়াও এই নতুন REVOLT RV400 বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বিশেষ রিভার্স মোড, বড় ডিজিটাল ডিসপ্লে এবং ১৬০ কিলোমিটারের রেঞ্জ। বর্ধিত পরিসীমা সহ এই বাইকটি আপনার অন্যান্য প্রয়োজন পূরণ করবে।

Related Articles

Back to top button