জামিন পেলেন না রিয়া চক্রবর্তী, বাইকুল্লা জেলেই কাটাতে হবে আজকের রাতও

মঙ্গলবার রাতেই এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। টানা তিন দিন ম্যারাথন জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন অভিনেত্রী। এরপরেই এনসিবি গ্রেফতার করে রিয়া কে। বুধবার, রিয়ার আইনিজিবী জামিনের জন্য আবেদন…

Avatar

মঙ্গলবার রাতেই এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। টানা তিন দিন ম্যারাথন জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন অভিনেত্রী। এরপরেই এনসিবি গ্রেফতার করে রিয়া কে। বুধবার, রিয়ার আইনিজিবী জামিনের জন্য আবেদন করলেও মেলে না জামিন। আজ বৃহস্পতিবারও জামিন পেলেন না রিয়া চক্রবর্তী। আগামিকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রায় শোনাবে আদালত। আজকের রাতটাও রিয়া কে বাইকুল্লা সংগশোধনাগারে থাকতে হবে রিয়া কে। উল্লেখ্য, আজ দুপুরে রিয়া খেয়েছেন ডাল আর রুটি। এর পাশাপাশি দেখা করেছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে যিনি ২০১২ সালের ২৪ এপ্রিল শিনা বোরাকে খুন করেছিলেন।
……………………………………………………………( বিস্তারিত আসছে)