Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিয়াকে নিয়ে মুখ খুললেন মহেশ ভাটের স্ত্রী, জানুন কী বললেন তিনি

Updated :  Tuesday, January 19, 2021 9:37 AM

এবার অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea chakraborty)-কে নিয়ে শুরু হলো টুইটার-যুদ্ধ। সম্প্রতি সোনালি কুল্লার শ্রফ (Sonali kullar shroff) নামে এক নেটিজেন টুইট করেন, রিয়ার জেলযাত্রা তাঁর কেরিয়ারকে শেষ করে দিয়েছে। সোনালির এই কথার প্রতিবাদ করে পাল্টা টুইট করেন মহেশ ভাট(Mahesh bhatt)-এর স্ত্রী ও অভিনেত্রী সোনি রাজদান (soni Razdan)। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে রিয়াকে। রিয়ার সঙ্গে অনেকেই কাজ করতে প্রস্তুত এবং রিয়া নিজের কেরিয়ারে উন্নতি করবেন বলে জানিয়েছেন সোনি। সোনির এই কথা শোনার পর নেটিজেনরা অপেক্ষা করছেন মহেশ ভাটের পরবর্তী ফিল্মে রিয়াকে নায়িকা হিসাবে দেখার।
কিছুদিন আগে ছিল এমটিভি রোডি এবং ভিজে-অভিনেতা রাজীব লক্ষ্মণ (Rajeev laxman)-এর ছেলে রিদম (Rhythm)-এর জন্মদিন। রাজীব ছেলের জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রণ করেছিলেন রিয়া চক্রবর্তীকে। বহুদিন পরে রিয়াকে কোনো পার্টিতে যেতে দেখা গেল। জিনস ও শার্ট পরে ছিমছাম সাজে রিয়া হাজির হয়েছিলেন সেই পার্টিতে। রিয়ার সঙ্গে পার্টিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করে রাজীব ‘মাই গার্ল’ লিখেছেন। রাজীব জানিয়েছেন, রিয়া তাঁর অনেকদিনের বন্ধু। তিনি খুব খুশি হয়েছেন রিয়াকে তাঁর পার্টিতে আসতে দেখে। রাজীব রিয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। রিয়া ও রাজীবের ছবিগুলিতে দেখা যাচ্ছে, কখনও রিয়াকে জড়িয়ে ধরে রয়েছেন রাজীব, কখনও বা রাজীব তাঁর কাঁধে মুখ গুঁজে রয়েছেন। তাঁদের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput)-এর মৃত্যুর ঘটনায় বলিউডের মাদকযোগ সামনে আসে। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)-কে গ্রেফতার করে এনসিবি। সুশান্তের অনুরাগীরা তাঁর মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করেন। বাইকুল্লা জেলে প্রায় দুই মাস কাটিয়ে রিয়া জামিনে ছাড়া পেলেও প রিয়াকে থানায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। এছাড়া রিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। রিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কিন্তু রিয়া মুম্বইতেই আবারও নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন। এই কারণে তিনি ও তাঁর ভাই সৌভিক মুম্বইতে থাকার জন্য কিছুদিন আগে নতুন বাড়ি খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। সেইসময় পাপারাৎজির ক্যামেরাবন্দী হলেন রিয়া ও সৌভিক। এছাড়া পাপারাৎজিরা রিয়া ও সৌভিকের কুশল জিজ্ঞাসা করেন। কিন্তু রিয়া তাঁদের প্রশ্নের উত্তর দেননি। তিনি পাপারাৎজিদের ধমকের সুরে বলেছেন তাঁদের ফলো না করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিয়া ও সৌভিকের হোমহান্টের ভিডিও।