মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ছুটিতে থাকা ছাত্র-ছাত্রীর বাড়িতে চাল আলু পৌঁছে দিল আইসিডিএস কর্মীরা

করোনা পরিস্থিতি বাংলায় জরুরী ত্রাণ তহবিল তৈরি। পরিস্থিতি ভালো নয়, এই অবস্থায় করোনাই একচিলতে ও ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী। তাই আগেভাগেই শিশুদের আগামী 15 ই এপ্রিল পর্যন্ত খাওয়ার তার বাড়িতে মজুদ করতে আইসিডিএস কর্মীদের নির্দেশ দিয়েছেন। ছুটিতে থাকা ছাত্র-ছাত্রীর বাড়িতে পৌঁছাতে হবে কর্মীদের।

তাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জমা দিতে হবে। এমনকি শনি রবিবার ছুটির দিনেও চাল আলু সেন্টারে পৌঁছালেই তাৎক্ষণিক সেটা বন্টন করতে হবে। আগামীকাল পড়ছে রবিবার, একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, অন্যদিকে প্রধানমন্ত্রীর জনতার কার্ফু ! দ্বন্দ্বে পড়েছেন বহু আইসিডিএস কর্মী।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে করোনা আতঙ্ক, করোনা রোধে কাঠ কয়লা মাখার গুজব সারা গ্রাম জুড়ে

 

ধীরে ধীরে বেড়ে চলেছে দেশজুড়ে করোনার প্রকোপ । বর্তমান রিপোর্ট অনুসারে ২৫০ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত। ইতিমধ্যে বাংলায় করোনার শিকার আরও একজন। এই নিয়ে বাংলায় ৩ জন করোনার কবলে চলে গিয়েছেন। এমন সময় প্রশাসন হেকে চেষ্টা করা হচ্ছে মানুষকে সচেতন করতে। করোনাকে আটকানোর একমাত্র উপায় মানুষের সচেতনতা এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা।