কৌশিক পোল্ল্যে: বেশ কয়েকদিন আগেই গোটা দেশে বৈধ হওয়া লকডাউন নিয়ে প্রশ্ন তোলেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। এবার সেই ঘটনারই রেশ টেনে আরও নতুন মন্তব্য পেশ করলেন এই প্রবীন অভিনেতা।
নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ট্যুইট করে তিনি বলেন সারা দেশে লকডাউন চললেও অন্তত সন্ধ্যেবেলার দিকে কিছুক্ষনের জন্য হলেও, বিভিন্ন বৈধ মদের দোকানগুলি সরকারি তরফে খোলা রাখা উচিৎ। সকলে যাতে তার এই মন্তব্যে বিরূপ ভাবনাচিন্তা না করেন, তার পক্ষে নিজস্ব কিছু যুক্তিও খাঁড়া করেছেন ঋষি।
তিনি বলেন, করোনা বিভ্রাটে গোটা দেশ জুড়ে সকলেই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত, এমন সময় চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য জরুরি বিভাগে কর্মরত কর্মীদের মানসিক চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া খুবই জরুরি।
গোটা বিশ্বব্যাপি করোনার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । সারা বিশ্বে সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ এই মারনব্যাধিতে আক্রান্ত, মৃত্যুমিছিলে সামিল হয়েছেন প্রায় তিরিশ হাজার মানুষ যা এই শতাব্দীর এক বিরাট বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে।
এমত অবস্থায় ঋষির ট্যুইটকে অনেকে সমর্থন করলেও, একদল ইউজাররা তার বিকৃত মানসিকতা নিয়ে মশকরা করেছেন ফলে নেটিজেনদের রোষের মুখে পড়লেন এই প্রবীন অভিনেতা।