টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী চিরকালই স্পষ্টবক্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী যেকোনো বিষয়ে নিজের স্পষ্ট মতামত রাখেন। সম্প্রতি অভিনেত্রী এক নামী সংস্থার ক্যাব বুক চরম ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। এমনকি সেই সংস্থার ক্যাব বুক করতে সরাসরি বারণ করেছেন সকল নেটবাসীকে।
২৭’শে ডিসেম্বর, সোমবার সকালবেলা ১১টা নাগাদ ফেসবুকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজের ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নির্দিষ্ট ঐ নামী অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে লিখেছেন, বাইরে যাওয়ার জন্য অভিনেত্রী সকলকে এই ক্যাব বুক না করার পরামর্শ দিয়েছেন। এই সংস্থার ক্যাব বুক করে তার খারাপ অভিজ্ঞতা হয়েছে, তা নিজের পোষ্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন সকলকে। নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরি করে গাড়ি আসার কথাও লিখেছেন তিনি। এমনকি লোকেশন নিয়েও ক্রমাগত বিভ্রান্তির কথা জানিয়েছেন তিনি। পরবর্তীকালে এমন ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে তার জন্যই অভিনেত্রী এই পোস্ট করেছেন বলেই জানিয়েছেন।
এত কথা লেখার পরেও অভিনেত্রী আরও জানিয়েছেন, সমস্যায় পড়ে এদিন সকালে এই নামী অ্যাপ ক্যাব সংস্থার হেল্পলাইন নম্বরেও ফোন করেছিলেন অভিনেত্রী, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষপর্যন্ত কোনও সাহায্য পাননি তিনি। অভিনেত্রী ফেসবুকে এই পোস্ট করার পর থেকেই একাধিক নেটিজেনরা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কমেন্ট বক্সে। অভিনেত্রীর এই ফেসবুক পোস্ট অনলাইন পর্যটন সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে কিনা তা এখনও জানা যায়নি। এমনকি এই অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার কোনো আভাসও মেলেনি।